এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক জমজমাট – রাহুল-সোনিয়ার সঙ্গে বৈঠকের পরেও মন্ত্রিসভা নিয়ে কাটল না জট

কর্ণাটক জমজমাট – রাহুল-সোনিয়ার সঙ্গে বৈঠকের পরেও মন্ত্রিসভা নিয়ে কাটল না জট


কর্ণাটক বিধানসভা নির্বাচন পরবর্তীতে সরকার গঠন করলেন কংগ্রেস এবং জেডিএস জোট। এখন সরকারের বিভিন্ন পদে বিধায়কদের নাম প্রস্তাব করার কাজ বাকি। এই সময়ে কংগ্রেস চাইছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর মন্ত্রীসভায় উপ মুখ্যমন্ত্রী পদে এক জন লিঙ্গায়েত সম্প্রদায়ের, অন্য জন দলিত সম্প্রদায়ের বিধায়ক মনোনীত হোক। কিন্তু জেডিএস দল কংগ্রেসের এই দাবি মানতে নারাজ। সোমবার এই প্রসঙ্গে দেশের রাজধানী দিল্লীতে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর বাসভবনে কর্ণাটকের ভাবী মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সাথে দীর্ঘ সময় বৈঠক হলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীও।  কিন্তু এদিনের বৈঠকের পরেও এই ব্যাপারে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারলো না কংগ্রেস এবং জেডিএস নেতৃত্ব। এদিকে উপ-মুখ্যমন্ত্রিত্বের জন্য দু’টি নাম সুপারিশ করেছে কংগ্রেস। এক জন লিঙ্গায়েত নেতা ডি কে শিবকুমার এবং অন্য জন দলিত এম বি পাটিল। কিন্তু জেডিএস এই প্রস্তাবে রাজী না হওয়ায় কর্ণাটকে নতুন মন্ত্রীসভা গঠনের পদ্ধতি স্থগিত রয়েছে। এদিন কংগ্রেস সভাপতির সাথে বৈঠকের আগে কুমারস্বামী বললেন, ”এখনও ঠিক করিনি, বুধবার আমি একাই শপথ নেব নাকি আমার সঙ্গে শপথে নেবে নতুন মন্ত্রিসভাও।” উল্লেখ্য সাংবিধানিক রীতি অনুয়ারী কুমারস্বামীর সরকারকে শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!