এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘চূড়ান্ত অসৌজন্যমূলক’ আচরণ বাবুল সুপ্রিয়র সঙ্গে, ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী

‘চূড়ান্ত অসৌজন্যমূলক’ আচরণ বাবুল সুপ্রিয়র সঙ্গে, ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী

আসানসোলের কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২৬ শে মে বিশেষ সমাবর্তনের আয়োজন হয়েছে।  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই অনুষ্ঠানেই সাম্মানিক ডিলিট দেওয়া হবে। এছাড়াও ঐদিন ডিলিট প্রাপকের তালিকায় রয়েছে শর্মিলা ঠাকুরের নাম। আশ্চর্যজনকভাবেই এমন অনুষ্ঠানের য়ামন্ত্রনপত্র এখনও হাতে পেলেন না ঐ এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । তিনি জানালেন  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আচরণের নেপথ্যে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্ররোচনা। সেই কারণে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘চূড়ান্ত অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগ তুলে ক্ষোভও প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত ঐ অনুষ্ঠানে শর্মিলা ঠাকুর যোগদানের সম্ভবনা ক্ষীণ হলেও বাংলাদেশ সরকার তরফ থেকে শেখ হাসিনা কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দেবেন বলে জানান হয়েছে। সম্প্রতি কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি নিয়ে  বিশদে আলোচনাও সেরে ফেলেছেন। উল্লেখ্য যোগ্য ভাবেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র হিসেবে ছাপানো কার্ডে অতিথি শেখ হাসিনা, পশ্চিমবঙ্গে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সকলের নাম থাকলেও সেখানে কেন্দ্রীয় মন্ত্রী তথা এলাকার সাংসদ বাবুল সুপ্রিয়’র নাম অনুপস্থিত। এমনকি তাঁকে অনুষ্ঠানের আমন্ত্রন পত্র ও এখনও পাঠানো হয়নি। জানা গিয়েছে এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তাঁর প্রিয়জনদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন । বাবুল সুপ্রিয় এই প্রসঙ্গে বললেন, ”এঁরা রাজনীতিকে কলঙ্কিত করছেন। আমি সৌজন্য দিয়েই আমার রাজনীতি শুরু করেছিলাম। নববর্ষে তৃণমূলের মঞ্চে গিয়ে গান গাওয়াই হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝালমুড়ি খাওয়া, সবই আমার সৌজন্যেরই অঙ্গ ছিল। বাকিটা এঁদের মনের সঙ্কীর্ণতা এবং দৈন্য।” যদিও বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রের খবর অনুয়ারী  বাবুল সুপ্রিয়কে আমন্ত্রণ জানানো হবে। আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী বললেন, ”সাংসদকে অবশ্যই আমন্ত্রণ জানানো হবে। সময় মতোই আমন্ত্রণপত্র পৌঁছে যাবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!