এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > 24 ঘন্টার মধ্যেই উলটপুরাণ মমতার, গণভোট নয়, ওপিনিয়ন পোল, দাবি মমতার

24 ঘন্টার মধ্যেই উলটপুরাণ মমতার, গণভোট নয়, ওপিনিয়ন পোল, দাবি মমতার

 

সম্প্রতি সংসদের দুই কক্ষ নাগরিকত্ব বিল প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর, তাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করে দেওয়ায় তা এখন আইনে পরিণত হয়ে গিয়েছে। যার পরেই সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে গত বৃহস্পতিবার প্রতিবাদ মঞ্চ থেকে এই আইন বাতিলের দাবিতে রীতিমতো গণভোটের দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে তিনি বলেন, “বুকের পাটা থাকলে ভোট হোক। আপনারা করবেন না। রাষ্ট্রসংঘ করবে। রাষ্ট্রসংঘ মানবাধিকার কমিশন আর বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠিত হোক। আমরা চাই তারা ভারতবর্ষে গণভোট করুক। ভোটেই দেখা যাবে, কতজন এমন আইন মানছেন।”

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন দাবির পরেই, তা নিয়ে নানা মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বিজেপির পক্ষ থেকে মুকুল রায় পাল্টা দাবি করেন, মমতাকে মুখ্যমন্ত্রী রাখা হবে কিনা, তার জন্য একটা ভোট হোক। যা নিয়ে শাসক-বিরোধী তরজা চরম আকার ধারণ করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নিজের করা মন্তব্য থেকে সরে গিয়ে তিনি ওপিনিয়ন পোল চেয়েছেন বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বলেছি ওপিনিয়ন পোল করতে। আমি বলেছি, রাষ্ট্রসংঘ, মানবাধিকার কমিশনের কথা। কারণ ওরা নিরপেক্ষ সংস্থা।” শুধু তাই নয়, এদিন প্রধানমন্ত্রীকে বার্তা দিয়ে দেশ শান্ত করার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “জেদাজেদি না করে আসুন শান্তি স্থাপন করি। মানুষের ভেতর আগুন জ্বলছে। আপনি দেশের প্রধানমন্ত্রী। কোনো দলের প্রধানমন্ত্রী নন।” তবে প্রথম দিন গণভোটের দাবি জানিয়ে পরের দিন ওপিনিয়ন পোলের দাবিতে চলে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত চরিত্র নিয়ে এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!