এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রোজভ্যালি মামলায় প্রধান সাক্ষীর মৃত্যু, ধোঁয়াশা অব্যাহত

রোজভ্যালি মামলায় প্রধান সাক্ষীর মৃত্যু, ধোঁয়াশা অব্যাহত


 

রোজভ্যালি কোম্পানির যখন বাড়বাড়ন্ত, তখন আমানতকারীদের কাছ থেকে টাকা তুলে গৌতম কুন্ডুর ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন মন্টি জয়সওয়াল। আর রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুকে গ্রেফতারের পরে সেই মন্টি জয়সওয়ালের কাছ থেকে গোটা ব্যাপারটি জানতে তাকে জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সেদিক থেকে সেই মন্টি জয়সওয়ালকে রোজভ্যালি কাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে রেখেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এবার সেই গুরুত্বপূর্ণ সাক্ষীর অস্বাভাবিক মৃত্যুতে প্রবল জল্পনা ছড়াল। সূত্রের খবর, গত 12 ডিসেম্বর মৃত্যু হয়েছে রোজভ্যালি কাণ্ডে অন্যতম সাক্ষী মন্টি জয়সওয়ালের। পুলিশের তরফে দাবি, আত্মহত্যা করেই মৃত্যু হয়েছে তার। কিন্তু ঠিক কী কারণে আত্মহত্যা করলেন তিনি!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশ সূত্রের খবর, বেশ কয়েকজন কাবুলিওয়ালার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এই রোজভ্যালি কান্ডের অন্যতম প্রধান সাক্ষী। সেই টাকা শোধ না করার জন্যেই অগত্যা মৃত্যুবরণ করতে হল তাকে। যদিও বা সুইসাইড নোটে তিনি কিছুই লিখে যাননি। ফলে তার এই মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

তাহলে কি এই মৃত্যুর সঙ্গে রোজভ্যালি কাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে! এখন তা নিয়েও নানা মহলে চলছে জল্পনা। তদন্তকারীদের একাংশ বলছেন, এই মন্টি জয়সওয়াল রোজভ্যালি কাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তাকে দিয়ে রোজভ্যালির আরও অন্যান্য ব্যাপার জানা যেত। কিন্তু তার মৃত্যুতে তদন্তে অনেকটাই ক্ষতি হয়ে গেল।

মূলত জেলের বাইরে গৌতম কুন্ডু যদি কাউকে খবর দিতে চাইতেন, তাহলে তা এই মন্টি জয়সওয়ালের মাধ্যমেই তিনি পৌঁছে দিতেন বলে খবর। রোজভ্যালি কর্ণধারের ঘনিষ্ঠ ব্যক্তির মৃত্যু তদন্তকারীদের তদন্তের ক্ষেত্রে অনেকটাই ধাক্কা বলে মনে করছে একাংশ। তবে মন্টি জয়সোয়ালের এই মৃত্যুর সঙ্গে শুধুই ব্যক্তিগত কারণ! নাকি রোজভ্যালি সংক্রান্ত কোনো কারণ রয়েছে! এখন সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!