এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো টিকা নিয়ে তৃণমূল সাংসদকে আক্রমণ, বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল বিধায়ক!

ভুয়ো টিকা নিয়ে তৃণমূল সাংসদকে আক্রমণ, বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল বিধায়ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি ভুয়ো টিকা কাণ্ড নিয়ে রীতিমত আলোড়ন পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে। গ্রেফতার হয়েছেন এই গোটা ঘটনার মূল পান্ডা দেবাঞ্জন দেব। আর তারপর থেকেই শাসকদলের নানা নেতা-নেত্রী এবং জনপ্রতিনিধিদের নাম আসতে শুরু করেছে। মূলত, ভুয়ো টিকাকরন প্রক্রিয়া হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন মাধবপুরে তৃণমূল সাংসদ বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তী।

আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরই তৃণমূল সাংসদের অসুস্থ হওয়ার খবর রীতিমতো চিন্তার ছাপ ফেলে দেয় নানা মহলে। প্রশাসনের এত নজরদারি সত্ত্বেও, কেনো এই ভুয়ো টিকার রমরমা কারবার, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে বিরোধীদের। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে মন্তব্য করতে গিয়ে কার্যত নিজের দলের সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তীর অস্বস্তি বাড়িয়ে দিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট অভিনেতা কাঞ্চন মল্লিক।

বর্তমান পরিস্থিতিতে এমনিতেই ভুয়ো টিকাকরণ নিয়ে চাপে রয়েছে রাজ্যের শাসক দল। আর তার মধ্যে তৃণমূল বিধায়কের পরোক্ষ আক্রমণের মুখে পড়ে মিমি চক্রবর্তীর মত হেভিওয়েট তৃণমূল সাংসদ এবং বিশিষ্ট অভিনেত্রী যথেষ্ট বেকায়দায় পড়ে গেলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এই গোটা ঘটনায় তৃণমূলের চাপ বাড়ল বলেও দাবি একাংশের।

সূত্রের খবর, শনিবার উত্তরপাড়ায় নিজের বিধানসভা কেন্দ্রে যান সেখানকার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। আর সেখানেই ভুয়ো টিকাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। যেখানে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে সতীর্থ মিমি চক্রবর্তীকে কার্যত অস্বস্তির মুখে ফেলে দেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। এদিন এই প্রসঙ্গে কাঞ্চন মল্লিক বলেন, “টিকা নেওয়ার একটা নিয়ম আছে। যেভাবে জালি টিকা দেওয়া হয়েছে, সেটা ঠিক নয়। একেবারেই সমীচীন নয়। টিকা নিতে গেলে নাম নথিভুক্ত করতে হয়। তার জন্য আধার কার্ড লাগে। তারপর টিকা হয়। ফোনে মেসেজ আসে। সচেতন মানুষ হিসেবে সেই বিধিগুলো মানতে হবে।” অর্থ্যাৎ কাঞ্চনবাবুর এই মন্তব্যের মধ্যে থেকেই স্পষ্ট যে কসবার ক্যাম্প থেকে ভুয়ো টিকা নেওয়া মিমি চক্রবর্তীর সচেতনতা নিয়েই তিনি প্রশ্ন তুলে দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এমনিতেই করোনা ভাইরাসের টিকাকরন প্রক্রিয়ার ওপর ব্যাপক জোর দিতে চাইছে সরকার। কিন্তু তার মাঝেই বিভিন্ন ক্ষেত্রে টিকার আকাল দেখা যাচ্ছে। তবে এই সমস্ত কিছুর মধ্যেই আতঙ্ক বাড়িয়ে ভুয়ো টিকাকরণের হদিস পাওয়ার সাথে সাথেই রীতিমত চাঞ্চল্য তৈরি হয় রাজ্যজুড়ে। বিরোধীদের পক্ষ থেকে লাগাতার আক্রমণ করা হয় শাসক দলকে।

আর কসবার যে টিকাকেন্দ্র নিয়ে গণ্ডগোল, সেখানেই তৃণমূলের হেভিওয়েট সাংসসদ তথা বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তী ঠিকা নিয়েছেন বলে খবর পাওয়া যায়। বর্তমানে তিনি অসুস্থ। আর গোটা বিষয়ে মন্তব্য করে সেই মিমি চক্রবর্তীর সচেতনতা এবং সাধারন জ্ঞান নিয়েই পরোক্ষে প্রশ্ন তুলে দিতে দেখা গেল উত্তরপাড়ার তৃণমূল বিধায়ককে। যার ফলে তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপের মুখে পড়ল বলেই দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!