এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভুয়ো টিকাকাণ্ডে আর্থিক দুর্নীতির অভিযোগ, মমতা ঘনিষ্ঠের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু!

ভুয়ো টিকাকাণ্ডে আর্থিক দুর্নীতির অভিযোগ, মমতা ঘনিষ্ঠের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে কসবার ভুয়ো টিকা কান্ডের ঘটনা। যেখানে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব গ্রেপ্তার হওয়ার পরেও গোটা ঘটনা নিয়ে চাঞ্চল্য ক্রমশ বাড়তে শুরু করেছে। প্রতিমুহূর্তে নতুন নতুন খবর আসতে শুরু করেছে। যার ফলে ভুয়ো টিকার ঘটনা সামনে আসার সাথে সাথেই প্রতিমুহূর্তে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে।

আর এবার গোটা বিষয়ে একটি টুইট করে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর বর্তমান মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ এতদিন এই গোটা বিষয়ে সরকারকে আক্রমণ করতে দেখা যেত বিরোধীদের। কিন্তু এবার সরাসরি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ বাড়িয়ে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বস্তুত, 2000 কোটি টাকা দিয়ে প্যানডেমিক পারচেজ স্ক্যাম্প কমিটি গঠন করা হয়েছিল। স্বাভাবিক ভাবেই এই কমিটির অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যেখানে সেই কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনার দাবি করেন তিনি। আর তারপরেই একটি টুইটের মধ্যে দিয়ে সেই কমিটির প্রধান থাকা বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা তথা অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। একটি ট্যুইটে তিনি লেখেন, “এই কমিটির নেতৃত্বে ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাই যত দ্রুত সম্ভব, ওই রিপোর্ট প্রকাশ্যে নিয়ে আসতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী এইরকম টুইট করে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন। একদিকে যেমন রাজ্য সরকারকে এর ফলে অস্বস্তিতে ফেলে দিলেন তিনি, ঠিক তেমনই রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমান মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের দ্বৈরথ শুরু হয়েছে। আর এই পরিস্থিতিতে সেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথা তুলে ধরে তাকেও এই ট্যুইটের মধ্যে দিয়ে চাপে ফেলে দিয়ে কার্যত শোরগোল তুলে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী এই টুইট বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে সরকারের ওপর অনেকটাই চাপ বাড়ল। গোটা বিষয়কে হাতিয়ার করেই প্যানডেমিক পারচেজ স্ক্যাম কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনার দাবি আরও বেশি করে বিরোধীদের পক্ষ থেকে উঠতে শুরু করবে। আর যদি সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনোরূপ অবস্থান স্পষ্ট করা না হয়, তাহলে রাজ্যের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই বিরোধী দলনেতার এই ধরনের দাবির পর মুখ্যমন্ত্রী এই গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বে থাকা নিজের মুখ্য উপদেষ্টাকে নিয়ে তৈরি হওয়া প্রশ্নের কি জবাব দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!