এখন পড়ছেন
হোম > জাতীয় > অতিমারীর বাজারে কি বাড়তে চলেছে সরকারি কর্মীদের ডিএ? হতে চলেছে কি লক্ষী লাভ? জানুন বিস্তারিত

অতিমারীর বাজারে কি বাড়তে চলেছে সরকারি কর্মীদের ডিএ? হতে চলেছে কি লক্ষী লাভ? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ও কেন্দ্রীয় পেনশনভোগীদের মহামারী ত্রাণ বাড়ানো হবে বলে একটি খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। এবার এ প্রসঙ্গে বিশেষ বিবৃতি দিলো কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হলো যে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ, পেনশনভোগীদের মহামারী ত্রাণ বৃদ্ধির কোন বিজ্ঞপ্তিই জারি করা হয়নি। অর্থাৎ, ডিএ, ডিআর বৃদ্ধির খবর সম্পূর্ণ মিথ্যা।

সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়েছিল। যেখানে জানানো হয়েছিল যে, আগামী মাস থেকে কেন্দ্রের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হতে চলেছে ও কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের মহামারী ত্রাণ বৃদ্ধি চলেছে। ফলে প্রভূত প্রাপ্তি ঘটবে তাঁদের অতিমারীর বাজারে। কিন্তু এ বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানালো কেন্দ্রীয় সরকার। গতকাল এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে এক টুইট করে জানানো হয়েছে যে, ডিএ, ডিআর বৃদ্ধি নিয়ে কোনো নির্দেশ জারি করা হয়নি কেন্দ্রের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি ও পেনশন ভোগীদের মহামারী ত্রাণ বৃদ্ধির বিষয়ে কোনো আদেশ জারি করা হয়নি। প্রসঙ্গত, করোনা সংক্রমনের কারণে অর্থনীতি বিপর্যস্ত হওয়ায় ১ লা এপ্রিল ২০২০ থেকে চলতি বছরের ৩০ সে জুন পর্যন্ত কেন্দ্রের কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ, ডিআর বৃদ্ধি বন্ধ রাখা হয়েছে।

কেন্দ্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, ২০২০ সালের ১ লা জুলাই থেকে ২০২১ সালের ১ লা জানুয়ারি পর্যন্ত ডিএর অতিরিক্ত কিস্তিও দেওয়া হবে না। ডিএ, ডিআর এখনই বাড়ানো হবেনা, তা যেমন রয়েছে, তেমনিই রাখা হবে। করোনা সংক্রমনের কারণে দেশের অর্থনীতি ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। এ কারণে ডিএ, ডিআর বৃদ্ধি আপাতত স্থগিত রেখেছে কেন্দ্র, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!