এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > অভিষেকের স্বপ্নের কল্পতরু প্রকল্পে বড়সড় ধাক্কা! উঠল “একনায়কতন্ত্রের” বিস্ফোরক অভিযোগ

অভিষেকের স্বপ্নের কল্পতরু প্রকল্পে বড়সড় ধাক্কা! উঠল “একনায়কতন্ত্রের” বিস্ফোরক অভিযোগ


করোনা ভাইরাসের সময় লকডাউনে মানুষের মুখে খাবার তুলে দিতে তৃণমূলের সর্বভারতীয় যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছিল “কল্পতরু” নামে এক কর্মসূচি। যে কর্মসূচির মাধ্যমে তৃণমূল মানুষের কাছে পৌঁছে যাওয়ার উদ্যোগ নিয়েছিল। এমনকি এর ফলে শাসকদল অনেকটাই সাফল্য পাবে বলেও মনে করা হয়েছিল। কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই “কল্পতরু” কর্মসূচিকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।

যার জেরে সাফল্য তো দূর অস্ত, উল্টে তীব্র অস্বস্তি বজায় রইল ঘাসফুল শিবিরে। সূত্রের খবর, পুরুলিয়ার কাশিপুর বিধানসভা এলাকায় হুড়া ব্লকের বিভিন্ন জায়গায় স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তুলে পোস্টার দেওয়া হয়েছে। যেখানে পোস্টারে কাশিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক স্বপন বেলথড়িয়ার নামে অভিযোগ করে বলা হয়েছে যে, “কল্পতরুর খাবার বিতরণ করার সময় শুধুমাত্র নিজের ঘনিষ্ঠ লোকজনদের খাবার দিয়েছেন এই তৃণমূল বিধায়ক‌।”

আর এই ঘটনাতেই প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল। গোষ্ঠী কোন্দল আরও তীব্র হয়েছে, যখন এই ব্যাপারে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে হয়েছেন হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা স্থানীয় ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মাহাতো। তিনি বলেন, “কল্পতরু কর্মসূচিতে সরাসরি যুব তৃনমূলের কাজ করার কথা। কিন্তু এক্ষেত্রে আমাদের কোনো পাত্তাই দেওয়া হয়নি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরেই তাঁর বিস্ফোরক অভিযোগ, “দলীয় কর্মসূচি হওয়া সত্ত্বেও বিধায়ক এমনভাবে খাবার বিতরণ করেছেন, যেন ব্যক্তিগতভাবে তিনি করছেন। এটারই প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ এবং তৃনমূলের কর্মী-সমর্থকরা।” তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন কাশিপুর বিধানসভায় তৃণমূল বিধায়ক স্বপন বেলথড়িয়া। গোটা ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বকে উড়িয়ে দিয়ে বিজেপির ঘাড়েই দোষারোপ করেছেন তিনি।

এদিন তিনি বলেন, “আমি যে কাজ করছি, এটা বিজেপি সহ্য করতে পারছে না। ওরা কোয়ারেন্টাইনে রয়েছে‌। এই পোস্টার তাদেরই দেওয়া।” তবে তৃণমূল বিধায়ক যে কথাই বলুন না কেন, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন জেলা বিজেপির সম্পাদক আব্দুল আলীম আনসারী। এদিন তিনি বলেন, “দুই গোষ্ঠীর ভাগবাটোয়ারা নিয়ে এই পোস্টারের মাধ্যমে তৃণমূলের বিবাদ প্রকাশ্যে এল। যদিও তৃণমূল বিধায়ক এখানে নিজেই পোস্টার হয়ে গিয়েছেন।”

বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূলের বিধায়ক এই ঘটনায় বিজেপির ঘাড়ে দোষ চাপালেও যেভাবে যুব তৃনমূলের যুব নেতা পোস্টার পড়ায় তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে নানা অভিযোগ করলেন, তাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কর্মসূচিকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। যার জেরে তৃণমূলের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কর্মসূচি নিয়ে বিস্তর প্রশ্ন উঠে গেল দলের অন্দরেই বলে মনে করছে রাজনৈতিক মহল।

তিনি নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড-হারবারে কমিউনিটি কিচেন করে ১২ দিন ধরে স্থানীয় মানুষ, যাঁদের খাদ্যের অভাব রয়েছে তাঁদের খাওয়ান। সেই প্রকল্প ব্যাপক সাফল্য পেয়েছে বলে তৃণমূলের অন্দরের রিপোর্ট। আর তারপরেই গোটা রাজ্য জুড়ে যুব তৃণমূল এই প্রকল্প রূপায়ন করবে বলে ঠিক হয়। কিন্তু এখন যুব তৃণমূল নেতা এবং বিধায়কের তীব্র দ্বন্দ্বের যে ছবি উঠে এল, তার পরিপ্রেক্ষিতে গোটা পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!