এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আমি মঞ্জু বসুকে কোলে করে বিজেপিতে নিয়ে আসিনি: মুকুল রায়

আমি মঞ্জু বসুকে কোলে করে বিজেপিতে নিয়ে আসিনি: মুকুল রায়


রাজ্য-রাজনীতির গত কয়েকদিনে হাইভোল্টেজ ‘ড্রামা’ হল, প্রাক্তন তৃণমূল বিধায়ক মঞ্জু বসুর নাম আসন্ন নোয়াপাড়া উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে ঘোষিত হওয়া এবং তার কিছুক্ষন বাদেই মঞ্জুদেবীর বিজেপি প্রার্থী হতে অস্বীকার করা। মঞ্জু দেবীর নোয়াপাড়াতে বিজেপির প্রার্থী হওয়ার ব্যাপারটা দেখছিলেন সদ্য দলে যোগ দেওয়া নেতা মুকুল রায়। তিনিই কেন্দ্রীয় নেতৃত্ত্বের সঙ্গে কথা বলে মঞ্জুদেবীকে প্রার্থী করেন বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তাই সামগ্রিকভাবে প্রবল অস্বস্তিতে পরে যান মুকুল রায়। গত কয়েকদিন তিনি এই নিয়ে প্রায় একপ্রকার নিশ্চুপই ছিলেন। আজ হাওড়ার ধূলাগড়ে এক দলীয় জনসভা থেকে এই নিয়ে মৌনতা ভেঙে তিনি বেশ কিছু মন্তব্য করেন। মুকুলবাবু বলেন –

১. আমি মঞ্জু বসুকে কোলে করে বিজেপিতে নিয়ে আসিনি
২. উনি নিজে থেকে এসেছিলেন
৩. বলেছিলেন – দাদা আমাকে একটা জায়গা দিন
৪. আমি আর যাই হোক, আমার স্বামীকে যারা খুন করেছে সেই দল আর করতে পারব না
৫. আমি ওঁনাকে বিমানবন্দরে কৈলাসজির সঙ্গে দেখা করিয়ে দিয়েছিলাম
৬. উনি বিজেপির প্রার্থীও হয়েছিলেন
৭. আমি আজ এরাজ্যের গণতন্ত্র নিয়ে বলতে বাধ্য হচ্ছি
৮. যেভাবে যে পরিবেশ ও পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তাতে মঞ্জু বসু বাধ্য হয়েছেন সরে যেতে
৯. মুখ্যমন্ত্রী দাবি করেছেন, গত ৭ বছরে তাঁর রাজত্বে রাজ্যের ৮১ লক্ষ বেকারের চাকরি হয়েছে
১০. মুখ্যমন্ত্রীর দাবি সত্যি ধরে নিলে বলতে হয় উনি প্রতি ঘন্টায় ১৫৬ জন বেকার যুবক, যুবতীকে চাকরি দিয়েছেন
১১. মুখ্যমন্ত্রীর এই চাকরি দেওয়ার পরিসংখ্যান ২০১৮ সালের সবচেয়ে বড় জোকস
১২. তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলেই আনিসুরকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে
১৩. এভাবেই আরও অনেককে মিথ্যে মামলা সাজিয়ে জেলে পুরেছে এই সরকার
১৪. ‘উনি বাংলাকে ভূলুন্ঠিত করেছেন, বাংলায় একটিও শিল্প আসেনি, আসবেও না, বাংলায় কিছুই বদল হয়নি
১৫. তবে মার কা বদলা মার নয়, কিংবা খুন কা বদলা খুন নয় – আমরা প্রতিবাদের শ্লোগান তুলতে চাই

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!