এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরলো কেন্দ্রীয় বাহিনী, পৌছে গেল সিবিআই! আজই কি খেলা শুরু? তুঙ্গে জল্পনা!

Big Breaking ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরলো কেন্দ্রীয় বাহিনী, পৌছে গেল সিবিআই! আজই কি খেলা শুরু? তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-অবশেষে হাত জমিয়ে খেলতে শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কিন্তু এবার রবিবারের সকালে মারাত্মক পদক্ষেপ নিল সিবিআই। ইতিমধ্যেই তারা রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে গিয়েছে। ভেতরে প্রবেশ করেছেন সিবিআই এর পাঁচ থেকে ছয় জন আধিকারিক। আর বাইরে অর্থাৎ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বাড়িতে প্রবেশের আগে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দেখলে আঁতকে উঠবেন সকলে। একেবারে সাত সকালে এই খবর সামনে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, কিছুক্ষণ আগেই সিবিআইয়ের ছয় জন আধিকারিক ফিরহাদ হাকিমের বাড়িতে প্রবেশ করেন। আর বাইরে মোতায়েন করা হয় অসংখ্য কেন্দ্রীয় বাহিনী। তবে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার অর্থ যাতে বাড়ির ভেতরে কেউ ঢুকতে না পারে তদন্ত চলাকালীন। কিন্তু কি কারনে সিবিআইয়ের এই ভিজিট, তা নিয়ে বহু চর্চা চলছে। অনেকে বলছেন, পৌর নিয়োগ দুর্নীতি মামলায় কিছুদিন আগেই বহু জায়গায় ইডির পক্ষ থেকে তল্লাশি চালানো হয়েছে। বাদ পড়েনি রাজ্যের খাদ্যমন্ত্রীর বাড়িও। দীর্ঘ তল্লাশির পর তারা সেখান থেকে বেরিয়ে এসেছে। আর এবার পৌর মন্ত্রীর বাড়িতে সিবিআইয়ের পৌছে যাওয়া দেখে বিরোধীরাও মুচকি হাসতে শুরু করেছেন।

অনেকে বলছেন, এবার কি দিনের শেষে কোনো সুখবর দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? রাজ্যে তো বহু জায়গায় দুর্নীতি হয়েছে। বারবার ডাকাডাকি করেই আটকে যাচ্ছে। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না। তবে সাধারণ মানুষ চাইছেন, এবার একটা পদক্ষেপ হোক। যে কোনো কিছু একটা করুক এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর তার মাঝেই ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই আধিকারিকদের পৌঁছে যাওয়া আশার আলো তৈরি করেছে বিরোধীদের মধ্যে।

পর্যবেক্ষকদের মতে, এর আগে এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছে গিয়েছিল, তখনও বাইরে এরকমই কেন্দ্রীয় বাহিনীর ভিড় দেখা গিয়েছিল। তারা কার্যত গোটা বাড়ি ঘিরে রেখেছিল। হলে এবার সব মহল থেকেই যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেও একটা বক্তব্য পাওয়া যাচ্ছে, তখন তারা একটা ফাইনাল টাচ দিতে পারে। তবে কি করবে সিবিআই আধিকারিকরা, তা সময় বলবে। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে হাকিম সাহেব যে চরম বিড়ম্বনায়, তা বলার অপেক্ষা রাখে না। তবে দিনের শেষে একটাই প্রশ্ন যে, এবার কি দল তার পাশে থাকবে! নাকি সুযোগ বুঝে তাকে আরও বিপদের মুখে ঠেলে দেবেন তৃণমূলের যুবরাজ! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!