এখন পড়ছেন
হোম > রাজ্য > সংসদ সভাপতিকে ঘিরে ক্ষোভ ,চললো দীর্ঘক্ষণ ঘেরাও বিক্ষোভ

সংসদ সভাপতিকে ঘিরে ক্ষোভ ,চললো দীর্ঘক্ষণ ঘেরাও বিক্ষোভ

শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্বের অনুপ্রবেশ নিয়ে শিক্ষামহলের একাংশের বিরোধিতা দীর্ঘদিনের। সেই দিক থেকে প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শকের দায়িত্বে সংসদের ভারপ্রাপ্ত সভাপতি কি করে থাকতে পারেন ? তা নিয়েই প্রশ্ন তুলেছেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় শাখার সদস্য শিক্ষকরা।

কলেজের ক্ষেত্রে রাজনীতির প্রবেশ ঘটার নজির রয়েছে আবার প্রাথমিক স্তরেও একই অভিযোগ ।বালুরঘাটের সংসদ সভাপতি দীর্ঘদিন ধরে প্রাথমিক স্কুলের পরিদর্শকের পদে থাকায় বিক্ষোভ করেন অন্যান্য সদস্যরা। বুধবার তাঁরা সংসদের সভাপতি তথা জেলা বিদ্যালয় পরিদর্শক মৃণালকান্তি রায় সিংকে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখান। দ্রুত প্রাথমিক বিদ্যালয় সংসদের স্থায়ী সভাপতি মনোনীত করার দাবি জানিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বলেই খবর। এদিন সন্ধে ৬টা পর্যন্ত মোট ৩৯ দফা দাবি সনদ জমার পাশাপাশি সিনিয়রিটির ভিত্তিক নিরপেক্ষ ভাবে শিক্ষক শিক্ষিকাদের সাধারণ বদলি চালু করার দাবি জানানো হয়েছে বলেই খবর। এ বিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বালুরঘাট শাখার সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র জানিয়েছেন,শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি দেওয়া নিয়ে মোট ৩৯ দফা দাবি পত্র তুলে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত সভাপতির হাতে। তাঁদের সমস্ত দাবি মেটানো না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!