এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়সড় স্বস্তি আসতে চলেছে আগামী কেন্দ্রীয় বাজেটে? আশায় মধ্যবিত্ত

বড়সড় স্বস্তি আসতে চলেছে আগামী কেন্দ্রীয় বাজেটে? আশায় মধ্যবিত্ত

বেজে গেল পরবর্তী কেন্দ্রীয় বাজেটের দামামা। যেহেতু লোকসভা ভোটের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে, তাই মধ্যবিত্তের জন্য বড়সড় স্বস্তি থাকতে পারে এই বাজেটে বলে সূত্রের খবর। মধ্যবিত্তের সঙ্গে বড়সড় ঘোষণা হতে পারে কৃষকদের জন্যও। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে আমূল বদলে যেতে চলে আয়কর সংক্রান্ত নিয়মাবলী। আয়করের উর্ধসীমায় ছাড়ের ঊর্ধ্বসীমার বৃদ্ধির পাশাপাশি বদলে যেতে পারে আয়করের বর্তমান স্ল্যাবও। বর্তমানে বাৎসরিক ২.৫ লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়কর দিতে হয় না, তা আরো ৫০ হাজার বেড়ে বাৎসরিক ৩ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও বর্তমানে ২.৫-৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হয় ৫% আয়কর, যা হতে চলেছে ৩-৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে। বর্তমানে ৫-১০ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয়ে দিতে হয় ২০% আয়কর , যা কমে হতে পারে ১০%, এছাড়া বর্তমানে ১০ লক্ষ টাকার বেশি বাৎসরিক আয়ে দিতে হয় ৩০% আয়কর, কিন্তু যা জানা যাচ্ছে তাতে ১০-২০ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয়ে এবার থেকে দিতে হবে ২০% হারে আয়কর। আয় বাৎসরিক ২০ লক্ষ টাকা ছাড়ালে তার উপরে দিতে হবে ৩০% হারে আয়কর। আয়করের পরিবর্তনের পাশাপাশি নতুন কর্মসংস্থানের দিকে বিশেষ নজর দিতে পারে কেন্দ্র বলেও জানা যাচ্ছে। এমনিতেই নোটবন্দী ও জিএসটি চালু হওয়ার পরে বাজারের অবস্থা খারাপ, মূল্যবৃদ্ধি ঘটেছে, মার খাচ্ছে ব্যবসাও। আর তাই নরেন্দ্র মোদীর এই জামানার শেষ বাজেটে জনমোহিনী পথেই হাঁটতে পারেন অর্থমন্ত্রী অরুন জেটলি বলেই জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!