এখন পড়ছেন
হোম > রাজ্য > রামনবমীতে অস্ত্র মিছিলের জেরে গ্রেপ্তার শীর্ষনেতা, উত্তাল ও অচল হচ্ছে পুরুলিয়া

রামনবমীতে অস্ত্র মিছিলের জেরে গ্রেপ্তার শীর্ষনেতা, উত্তাল ও অচল হচ্ছে পুরুলিয়া


মঙ্গলবার রাম নবমীতে অস্ত্র নিয়ে মিছিল করার অভিযোগে বজরং দলের শীর্ষ নেতা তথা দলের জেলা সহ-সংযোজক গৌরব সিংহকে গ্রেফতার করলো পুলিশ। যার ফলে ঐদিন গোটা পুরুলিয়া শহর কার্যত স্তদ্ধ হয়ে গেলো। জানা  গিয়েছে সোমবার দুপুরে তাঁকে পুরুলিয়া সদর থানার পুলিশ আটক করে রাতে গ্রেফতারীর কথা ঘোষণা করে। অভিযোগ উঠেছে সোমবার দুপুরে গৌরব সিংহ কে পুলিশ আটক করার পর থেকেই শহরের চকবাজার ও মধ্যবাজার এলাকায় বজরং দলের কর্মী সমর্থকেরা এলাকার   স্থানীয় অধিবাসীদের দোকানপাট বন্ধ করে দিতে বলে।

 

এমনকি দলের নেতা গৌরব সিংহএর মুক্তির দাবিতে দলীয় কর্মী এবং সমর্থকেরা পুরুলিয়া সদর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এদিন সন্ধ্যের সময়ে তারা ঘোষনা করে তাদের নেতা গৌরব সিংহ’ কে মুক্তি না দেওয়া হলে শহর জুড়ে অনির্দিষ্টকালীন বনধ পালন করা হবে। মঙ্গলবার সকালে গৌরব সিংহ কে কড়া পুলিশি পাহারায় আদালতে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর জামিনের আবেদন খারিজ করা হয়। পরিবর্তে  তাঁকে পুরুলিয়া জেলা আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠায়। একথা জানাজানি হতেই বজরং দলের নেতা-কর্মীরা মিছিল করে এবং বাইক নিয়ে শহরবাসীর জনজীবন ব্যাহত করতে উদ্যোগী হয়ে ওঠে। জানা যায় এদিন সকাল সাড়ে ন’টার পর থেকেই শহরে বজরং দলের তান্ডব শুরু হয়। যার জেরে শহরে সকাল্বেলা যে দোকানগুলি খোলা হয়েছিলো সেগুলি বন্ধ করে দেওয়া হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!