এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আরাবুল জেলে, তবুও সকাল থেকেই দেদার ছাপ্পা, অশান্তি ভাঙড়ে, আক্রান্ত সংবাদমাধ্যম

আরাবুল জেলে, তবুও সকাল থেকেই দেদার ছাপ্পা, অশান্তি ভাঙড়ে, আক্রান্ত সংবাদমাধ্যম


‘রাজধর্ম’ পালন করতে গিয়ে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে খুনের দায়ে ভোটের দুদিন আগেই জেলে পুরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে, সবাই ভেবেছিল শান্তিতে ভোট দেখবে ভাঙড়। কিন্তু ভোটগ্রহণ শুরু হতেই তীব্র গন্ডগোল সেখানে। স্থানীয় সূত্রের খবর, সকাল থেকেই জমি কমিটি ও আরাবুল অনুগামীদের মধ্যেই তীব্র বচসা চলছে। এমনকি দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে অসহায় অবস্থা পুলিশ বাহিনীর।

স্থানীয় সূত্রে আরো জানা যাচ্ছে, গাজিপুর ও মাঝেরপাড়ায় তীব্র অশান্তি চলছে। জম কমিটির অভিযোগ পুলিশ ও প্রশাসনের মধ্যে সেখানে বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে আরাবুলের অনুগামীরা। ফলে তীব্র হয় অশান্তি। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ, ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী, এমনকি স্পর্শকাতর জায়গাগুলিতে ইতিমধ্যেই বসানো হয়েছে পুলিশ পিকেট। কিন্তু ভাঙড়ের অশান্তির খবর সংগ্ৰহ করতে গিয়ে আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!