শুভেন্দু অধিকারীর খাসতালুকে বিরোধীদের ধরাশায়ী করে বিপুল জয় শাসকদলের বিশেষ খবর রাজ্য January 9, 2018 রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর খাসতালুক কাঁথিতে বিপুল জয় পেল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। স্থানীয় সূত্রের খবর, কাঁথির দেশপ্রাণ ব্লকের দক্ষিণ পাইকবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে ৪৫টি আসনের মধ্যে ৪২টি আসনেই জয়ী হন শাসকদল সমর্থিত প্রার্থীরা। গদি যাচ্ছে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মন্ত্রীর? জল্পনা চরমে বাকি তিনটি আসন যায় বাম সমর্থিত প্রার্থীদের দখলে। এই নির্বাচনে প্রায় সাড়ে সাত হাজার ভোটার ভোটদান করেন, ফলে আসন্ন পঞ্চায়েতের আগে এই বিপুল জয় শাসকদলের নেতা-কর্মীদের বিপুলভাবে উৎসাহিত করবে বলে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ত্বের দাবি। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ চারশো কর্মীর আপনার মতামত জানান -