২০১৯ এ ‘পাখির চোখ’ কোন লোকসভা কেন্দ্র জানিয়ে দিলেন মুকুল রায় বিশেষ খবর রাজ্য November 7, 2017 ২০১৮ এর পঞ্চায়েত ভোটে বিজেপি ভালো ফল করবে কিনা তিনি জানেননা, কারণ শাসকদল ভোট করতেই দেবে না। আর তাই তাঁর পাখির চোখ ২০১৯ এর লোকসভা নির্বাচন। ২০১৯ থেকেই বিজেপি ভালো ফল করতে শুরু করবে যা রাজ্যে ২০২১ সালে আবার পরিবর্তন আনতে সাহায্য করবে, নিজের গড় কাঁচরাপাড়ায় পা দিয়ে এমনটাই দাবি করলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়। আর ২০১৯ এ লোকসভা ভোটে তাঁর নিজের এলাকা ব্যারাকপুরে তিনি পদ্ম ফুটিয়ে ছাড়বেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস। তিনি জানান, ব্যারাকপুর লোকসভা আসনটি নিশ্চিতভাবেই পেতে চলেছে বিজেপি। যে যে কারণো এই আসনটি তৃণমূল পেত, তার বদল ঘটে গিয়েছে। তিনি আরও জানান, কাঁচরাপাড়ায় কাজ করতে আমার এক ফোঁটাও কোনও সমস্যা নেই। কাঁচরাপাড়ার মানুষ আমার সঙ্গে আছেন। এরপর প্রত্যাশা মতোই তাঁর পুত্রের প্রসঙ্গে আসে, সাংবাদিকদের প্রশ্ন, তাহলে কি কাঁচরাপাড়ার মানুষ শুভ্রাংশু-র সঙ্গে নেই? পোড়খাওয়া রাজনীতিকের উত্তর, ভোট হবে, ফলাফল বেরোবে, দেখতেই পাবেন কী হবে। দল হিসেবে ভোট হয়, কোনও ব্যক্তি হিসেবে তো নয়। আপনার মতামত জানান -