এবার মোদীর বিরুদ্ধে তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর জাতীয় বিশেষ খবর রাজ্য November 7, 2017 ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে নোট বাতিল নিয়ে ফের মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। তিনি জানান, নোট বাতিল একটা বড় কেলেঙ্কারি, পূর্ণাঙ্গ তদন্ত হলেই কেলেঙ্কারি প্রমাণিত হবে। নোট বাতিলের বর্ষপূর্তির দিনটিকে কালা দিবস হিসেবে পালনের ডাক দিয়েছেন তিনি। তিনি তাঁর পোস্টে নোট বাতিল নিয়ে একের পর এক অভিযোগ এনেছেন। তাঁর দাবি – ১. কালো টাকা সাদা করে ভাণ্ডার পরিপূর্ণ হয়েছে ২. দেশ অন্ধকারে ডুবছে ৩. বিদেশি কোনও অ্যাকাউন্ট থেকে কোনও কালো টাকা ফিরিয়ে আনা সম্ভব হয়নি ৪. নোট বাতিলের জেরে, দেশের জিডিপি নিম্নগামী হয়েছে ৫. দেশের প্রায় ৩ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে ৬. অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা তাদের কাজ হারিয়েছেন ৭. কৃষকরা অভুক্ত রয়েছেন ৮. ১০০-র ওপর মানুষ প্রাণ হারিয়েছেন ৯. প্রয়োজন থাকলেও মানুষ ব্যাঙ্কে রাখা নিজের টাকায় হাত দিতে পারছেন না ১০. নোট বাতিলের প্রথম দিন থেকেই এর প্রতিবাদ করে আসছি ১১. কেন্দ্রীয় সরকারকে তখন থেকেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলা হয়েছিল ১২. কমপক্ষে ৭৫ হাজার শিল্পপতি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন ১৩. হয়রানির জন্যই তাঁরা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আপনার মতামত জানান -