এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সিপিএমের সময় মুকুল রায় ভয়ে বাড়ি থেকে বেরতেন না, বিস্ফোরক দাবি তৃণমূল নেতার

সিপিএমের সময় মুকুল রায় ভয়ে বাড়ি থেকে বেরতেন না, বিস্ফোরক দাবি তৃণমূল নেতার


মুকুল রায় দল ছাড়ার পর তাঁকে আক্রমনের ব্যাটনটা হাতে তুলে নিয়েছিলেন দলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ বাবু মুকুলবাবুকে বুড়োভাম, গদ্দার, কাঁচরাপাড়ার কাঁচা ছেলে ইত্যাদি বিশেষনে বিভূষিত করেছিলেন। যদিও মুকুলবাবু বিজেপিতে যোগ দিতেই ‘আমার বন্ধু’ বলেও সবাইকে অবাক করে দিয়েছিলেন। এরপর শাসকদলের তরফে একে একে ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় বা অনুব্রত মন্ডল মুখ খোলেন।
কিন্তু এঁদের সবাইকে ছাপিয়ে গেলেন মুকুলবাবুর নিজের এলাকারই এক বিধায়ক।তিনি ভাটপাড়ার দীর্ঘদিনের বিধায়ক অর্জুন সিং, যাঁকে মুকুল রায় বিজেপির দিকে পা বাড়াচ্ছেন দেখে বিহার, উত্তরপ্রদেশ ও পঞ্জাবের দায়িত্ব থেকে মুকুল বাবুকে অব্যহতি দিয়ে সেই রাজ্যগুলির দায়িত্ব দিয়েছিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অর্জুনবাবুই এবার বিস্ফোরক দাবি করলেন মুকুলবাবুর বিরুদ্ধে। সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্জুন সিং জানান, মুকুল রায় তো পলায়নবাদী লোক। সিপিএম-এর সময়ে মুকুল রায় কখনও ভোট দিতেন না, ভয়ে বাড়ি থেকে বেরতেন না। এখন কাঁচরাপাড়ার লোককে কী উদ্ধার করবে, জানি না। উনি তো কাঁচরাপাড়া ছেড়ে কলকাতায় পালিয়ে গিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!