এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > প্রচারের মঞ্চ থেকে বিজেমূলকে কড়া আক্রমণ বাম নেতা সেলিমের

প্রচারের মঞ্চ থেকে বিজেমূলকে কড়া আক্রমণ বাম নেতা সেলিমের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে প্রতিটি রাজনৈতিক দল জোরদার প্রচার শুরু করেছে। এবারের বিধানসভা নির্বাচনের বামেরা জোট বেঁধেছে কংগ্রেসের সাথে। আসন ভাগাভাগি নিশ্চিত হওয়ার পর এবার বামেরাও জোরদার প্রচার চালাচ্ছে রাজ্যজুড়ে। বামেদের প্রচারে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উঠে আসছে। আরামবাগের প্রচারসভায় এদিন বক্তব্য রাখলেন বাম নেতা মহম্মদ সেলিম, তাঁর বক্তব্যের মধ্য দিয়ে তৃণমূল এবং বিজেপিকে তিনিবেশ চড়া সুরেই বিঁধলেন। বর্তমানে রাজ্য জুড়ে চলছে দলবদলের পালা।

তবে এই দলবদল মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যেই হচ্ছে। আর এই দলবদলকেই ‘কেনারাম বেচারাম’ বলে তীব্র কটাক্ষ করলেন বাম নেতা মহম্মদ সেলিম। পাশাপাশি সিপিএম নেতা বিজেপি এবং তৃণমূলকে একসাথে করে তাঁদের নতুন নামকরণ বিজেমূল আগেই করেছেন। এদিনের সভায় বিজেমূলকে একত্রে তীব্র কটাক্ষে ভরিয়ে দিলেন তিনি। মহম্মদ সেলিমের দাবি- যাহাই বিজেপি, তাহাই তৃণমূল। পাশাপাশি সেলিম দাবি করেন তৃণমূল এবং বিজেপি বিভেদের রাজনীতি চালাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই বাংলার মানুষ এবার তৃণমূল ও বিজেপিকে সরিয়ে বাম-কংগ্রেস জোটকেই রাজ্যের ক্ষমতায় আনবে। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের বেহাল পরিস্থিতি সামাল দিতে পারে এই মুহুর্তে বাম কংগ্রেস জোট। অন্যদিকে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও এদিন ক্ষোভে ফেটে পড়েন উক্ত বাম নেতা। উল্লেখ্য, এদিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আরামবাগে বিশাল মিছিল বের হয় বামেদের নেতৃত্বে। মিছিলের পুরোভাগে ছিলেন বাম নেতা সেলিম। অন্যদিকে গতকালই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন।

কিন্তু সেই বাজেট নিয়ে এদিন কড়া আক্রমণ করলেন সিপিএম নেতা। তিনি অভিযোগ করলেন, শিল্পপতিদের ঘরে টাকা বোঝাই করার জন্যই এই বাজেট তৈরি হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের বিরুদ্ধেও তিনি ক্ষোভে ফেটে পড়েন। সব মিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে এবার বামেরা তৃণমূল এবং বিজেপিকে আক্রমণের মধ্য দিয়ে শুরু করল তাঁদের প্রচার। তবে এবার দেখার বাম প্রচারে সাড়া দিয়ে মানুষ তাঁদের 10 বছর পর আবারও রাজ্যের মসনদে দেখতে চায় কিনা!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!