এখন পড়ছেন
হোম > জাতীয় > শিশুদের জন্য করোনা প্রতিষেধক প্রয়োগের ছাড়পত্র পেলনা সেরাম ইনস্টিটিউট, জল্পনা তুঙ্গে

শিশুদের জন্য করোনা প্রতিষেধক প্রয়োগের ছাড়পত্র পেলনা সেরাম ইনস্টিটিউট, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ ওঠার অপেক্ষায় এখন দেশবাসী। অন্যদিকে বিশেষজ্ঞদের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, করোনার তৃতীয় ঢেউ সবথেকে বেশি আঘাত হানবে শিশু এবং কম বয়সীদের ওপর। তাই শিশুদের করোনার হাত থেকে বাঁচাতে তড়িঘড়ি প্রতিষেধক উৎপাদনে হাত দিয়েছিল সেরাম ইনস্টিটিউট। সেক্ষেত্রে জানা যাচ্ছে, সেরাম প্রস্তুত করেছে কোভোভ্যাক্স টিকা। সেই অনুযায়ী ট্রায়ালের সম্মতি চেয়েছিল তাঁরা। কিন্তু এখানেই সেরাম ইনস্টিটিউট খেল জোরদার ধাক্কা। কারণ কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে সেরাম ইনস্টিটিউটকে 2 থেকে 17 বছর বয়সীদের ওপর প্রতিষেধক ট্রায়ালের অনুমতি দিলোনা।

গত সপ্তাহে সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে ডিসিজিআইয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছিল টিকার ট্রায়াল নিয়ে। সেক্ষেত্রে তাঁদের আবেদন ছিল 2 থেকে 11 বছর বয়সী 460 জন এবং 12 থেকে 17 বছর বয়সী 460 জনের ওপর এই টিকার প্রয়োগের জন্য। কিন্তু কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হয়নি। সেক্ষেত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত কোভোভ্যাক্সকে কোন দেশই মান্যতা দেয়নি। তাই সেরাম ইনস্টিটিউটকে নির্দেশ দেওয়া হয়েছে, 18 ঊর্ধ্বদের শরীরে এই টিকা আগে ট্রায়াল দিয়ে তার প্রভাব বিস্তারিত বর্ণনা করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে অনূর্দ্ধ 18 এর ওপর এই টিকা প্রয়োগের। অন্যদিকে জানা যাচ্ছে, কোভোভ্যাক্স এর পেছনে লাইন দিয়ে রয়েছে ভারত বায়োটেক এর কোভ্যাক্সিন এবং জাইডাস ক্যাডিলার জাইকভ ডি। প্রসঙ্গত আমেরিকার সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে মিলে সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে কোভোভ্যাক্স। গত মার্চেই সেরাম ইন্সটিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়ে দিয়েছিলেন, সেপ্টেম্বর মাসে প্রাপ্তবয়স্কদের জন্য কোভোভ্যাক্স টিকার ব্যবহার শুরু হবে।

তারপরে শিশুদের শরীরে এই টিকার প্রয়োগের অনুমতি চাওয়া হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, যেখানে প্রথমে প্রাপ্তবয়স্কদের জন্য সেরামের নতুন প্রতিষেধকের ব্যবহার শুরু হওয়ার কথা ছিল। তা না করে হঠাৎ শিশুদের শরীরে ট্রায়ালের কথা বলা হচ্ছে কেন? অন্যদিকে করোনার তৃতীয় ঢেউয়ের হাত থেকে বাঁচতে প্রতিষেধক যে অন্যতম অস্ত্র সেকথা আগেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আপাতত শিশুদের জন্য কোন প্রতিষেধক ছাড়পত্র পেতে চলেছে, তা নিয়েই চলছে টালাবাহানা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!