এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > এবার পরিবর্তন আবওহাওয়া চক্রেও, আশঙ্কার সংকেত দেখছে একাধিক জেলা!

এবার পরিবর্তন আবওহাওয়া চক্রেও, আশঙ্কার সংকেত দেখছে একাধিক জেলা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্য রাজনীতিতে প্রতিমুহূর্তে পরিবর্তন চোখে পড়ছে। কোনো নেতা মুহূর্তের মধ্যে বিজেপি থেকে হয়ে যাচ্ছে তৃণমূল, আবার কেউ বা গুরুত্বপূর্ণ জায়গায় আসীন হচ্ছেন। কিন্তু এবার রাজনীতিতে বদলের ছবি চোখে পড়লেও আবহাওয়ার ক্ষেত্রেও মুহূর্তের মধ্যে বদল হতে শুরু করেছে বাংলার আবহাওয়া। বৃহস্পতিবার থেকেই রাজ্যের কমবেশি প্রতিটি জেলাতেই শুরু হল বৃষ্টিপাত। এক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হলে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশকিছু জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে। স্বাভাবিকভাবেই আবহাওয়ার এই পরিবর্তনে কিছুটা হলেও চিন্তা বাড়ছে প্রশাসনের।

সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলাতে। তবে শুক্রবার এবং শনিবার বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। যার মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। মূলত এর মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা। ইতিমধ্যেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর লাগাতার ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার কারণে বন্যার আশঙ্কা করছেন উত্তরবঙ্গের জনসাধারণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, টানা একনাগাড়ে যদি এই বৃষ্টি হতে শুরু করে, তাহলে উত্তরবঙ্গের বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তার মধ্যে তিস্তা ব্যারেজ যদি জল ছাড়ে, তাহলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নদীগুলো ভরাট হতে শুরু করবে। তবে শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের বীরভূম, নদিয়া বর্ধমান এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টি মুখর হয়ে উঠবে বাংলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!