এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘অপদার্থ জনপ্রতিনিধি পেয়েছেন আপনারা!’ রাজ্য-রাজনীতিতে ঝড় তুলে দিলেন হেভিওয়েট বিজেপি নেত্রী

‘অপদার্থ জনপ্রতিনিধি পেয়েছেন আপনারা!’ রাজ্য-রাজনীতিতে ঝড় তুলে দিলেন হেভিওয়েট বিজেপি নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে বিজেপি এবং তৃণমূল রাজনৈতিক তরজা রীতিমতো তুঙ্গে। এরইমধ্যে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে প্রশাসনের চলছে ঠান্ডা লড়াই যা  দুই রাজনৈতিক দলের তরজা বৃদ্ধিতে সাহায্য করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এবারেও ঠিক সেরকমই হলো। সম্প্রতি রাজ্যপালের সমালোচনা প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরকে তীব্র কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তারই বিরুদ্ধে এবার ক্ষোভে ফেটে পড়লেন রাজ্য বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

মঙ্গলবার তিনি মেদিনীপুরের কেশপুর ব্লক এর আনন্দপুর অঞ্চলে একটি ক্লাবের তরফ থেকে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। আর সেখানেই তিনি গরমাগরম বক্তৃতা রাখেন বলে জানা গেছে। এদিন সাংবাদিকদের সামনে বিজেপি নেত্রী ভারতী ঘোষ রাজ্যপাল জগদীপ ধনকরের প্রতি যে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার তীব্র নিন্দা করেন। বিতর্কে রাজ্যপালকে তিনি সমর্থন করেছেন। তাঁর মতে, রাজ্যপাল নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন মাত্র।

উল্লেখ্য, রাজ্যপাল জগদীপ ধনকরকে সোমবার নজিরবিহীনভাবে আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এ রাজ্যের রাজ্যপাল একজন থার্ড গ্রেড রাজ্যপাল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যপালের সাংবিধানিক জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। উপরন্তু তিনি পরামর্শ দিয়েছেন রাজ্যপালকে মানসিক হাসপাতালে যাওয়ার জন্য। যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র চর্চা হচ্ছে। অন্যদিকে একইভাবে বিজেপি নেত্রী ভারতী ঘোষ এদিন ঘাটালের সংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবকেও নজিরবিহীন আক্রমণ করেন বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর মতে, 2019 এর লোকসভা নির্বাচনে ঘাটালের মানুষ ভুল ব্যক্তিকে নির্বাচন করেছে। এদিন ভারতী ঘোষ মন্তব্য করেছেন, দেবের বদলে যদি তিনি ঘাটালের সাংসদ হতেন, তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এতদিনে তিনি সম্পন্ন করে ফেলতেন। পাশাপাশি রাজ্যের শাসক দলকেও পাল্টা একহাত নিয়েছেন এদিন ভারতী ঘোষ। এদিন বিজেপি নেত্রী রাজ্যের শাসক দল তথা প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে শাসক দল।

অন্যদিকে ভারতী ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত দেবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজ্যের দুই যুযুধান রাজনৈতিক শিবির তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক লড়াই আরও জমে উঠছে। বাংলার বিধানসভা মসনদ দখলের লড়াই যে এবার কোনো দলের পক্ষেই খুব একটা সহজ হবে না, তা রীতিমতো স্পষ্ট বর্তমানে। আর তাই দুই দল ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে একে অপরের ওপর চাপ বাড়াতে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!