এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নির্বাচন – জেলা পরিষদে কোন জেলায় কত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়?

পঞ্চায়েত নির্বাচন – জেলা পরিষদে কোন জেলায় কত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়?


নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোন জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ আসনে রাজ্যের শাসকদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল একনজরে দেখে নেওয়া যাক।

১. কুচবিহার –
মোট আসন – ৩২
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ০

২. জলপাইগুড়ি –
মোট আসন – ১৯
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ০

৩. আলিপুরদুয়ার –
মোট আসন – ১৮
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ০

৪. উত্তর দিনাজপুর –
মোট আসন – ২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ০

৫. দক্ষিণ দিনাজপুর –
মোট আসন – ১৮
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ০

৬. মালদহ –
মোট আসন – ৩৮
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ০

৭. মুর্শিদাবাদ –
মোট আসন – ৭০
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ১৪

৮. নদীয়া –
মোট আসন – ৪৭
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ১

৯. উত্তর ২৪ পরগনা –
মোট আসন – ৫৭
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ২

১০. দক্ষিণ ২৪ পরগনা –
মোট আসন – ৮১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – কোনো তথ্য জানা যায় নি

১১. হাওড়া –
মোট আসন – ৪০
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ০

১২. হুগলি –
মোট আসন – ৫০
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৩

১৩. পূর্ব মেদিনীপুর –
মোট আসন – ৬০
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৫

১৪. পশ্চিম মেদিনীপুর
মোট আসন – ৫১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ০

১৫. ঝাড়গ্রাম –
মোট আসন – ১৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ০

১৬. পুরুলিয়া –
মোট আসন – ৩৮
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ০

১৭. বাঁকুড়া –
মোট আসন – ৪৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ২৮

১৮. পশ্চিম বর্ধমান –
মোট আসন – ১৭
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ০

১৯. পূর্ব বর্ধমান –
মোট আসন – ৫৮
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ১০

২০. বীরভূম –
মোট আসন – ৪২
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৩০

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!