এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  বাম-তৃণমূল সমঝোতা প্রকাশ্যে, ক্রেডিট দিতে নারাজ শুভেন্দু!

 বাম-তৃণমূল সমঝোতা প্রকাশ্যে, ক্রেডিট দিতে নারাজ শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাম বিরোধিতার মধ্যে দিয়েই ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। তবে এখন বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পশ্চিমবঙ্গে বামেদের বিরুদ্ধে লড়াই করলেও, বাম-কংগ্রেসের সঙ্গে সর্বভারতীয় ক্ষেত্রে হাতে হাত মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেস সোচ্চার হলেও, বিরোধী আন্দোলনের কৃতিত্ব সেই বাম কংগ্রেসকে দিতে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী‌। তার দাবি, এখানে যারা লাল ঝান্ডা নিয়ে লড়াই করছে, তাদের নেতা সীতারাম ইয়েচুরি সঙ্গে ডিনার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম এবং কংগ্রেস যখন বিরোধী দলে ছিল, তখন তারা তৃণমূলের সঙ্গে সেটিং করে চলত‌। বিজেপি নো সেটিং অপজিশন।

প্রসঙ্গত, এদিন পটাশপুরের সভা থেকে দাম এবং কংগ্রেসকে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “হ্রদ কাটবো আমি, আর কই খাবে তুমি! ওসব হবে না। এখানে যারা লাল ঝাণ্ডা নিয়ে লড়াই করছে, তাদের নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাঞ্চ করছেন। 2011-16 এবং 2016-21, যারা বিরোধী দলে ছিল, তারা সেটিং করে চলত। আর বিজেপি নো সেটিং অপজিশন।”

পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী এই বক্তব্যের মধ্যে বুঝিয়ে দিলেন, তৃণমূলের বিরুদ্ধে যদি কেউ বলার মত শক্তি থাকে, তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে বাম, কংগ্রেস রাজ্যে বড় বড় কথা বললেও, সর্বভারতীয় ক্ষেত্রে তারা যে তৃণমূলের সঙ্গে একসাথেই চলার চেষ্টা করছে, সে কথাও তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা। বুঝিয়ে দিলেন, অতীতে বাম-কংগ্রেস বিরোধী দলে থাকলেও তৃণমূলের বিরুদ্ধে ঠিকমতো লড়াই করতে পারেনি। তবে বর্তমানে সঠিক লড়াই দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাই বিরোধীদের আন্দোলনের কৃতিত্ব যে তিনি বাম এবং কংগ্রেসকে ঘরে তুলতে দেবেন না, তা এই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা বলেই মনে করছেন একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!