এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত” সায়নীকে তলব করতেই সোচ্চার কুনাল!

 “উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত” সায়নীকে তলব করতেই সোচ্চার কুনাল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের সম্পত্তির সঙ্গে কি যোগ রয়েছে, তা নিয়ে জানতে চেয়ে কুন্তল ঘোষকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী শুক্রবার তাকে কলকাতায় সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। আর এই পরিস্থিতিতে গোটা ঘটনাকে বিজেপির উদ্দেশ্যেপ্রনোদিত চক্রান্ত বলে দাবি করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। যাব কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে তৃণমূল নেতা কুনাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি আইনের কোনো বিষয়ে বক্তব্য করব না। কিন্তু যে সময়ে তলব করা হয়েছে, আমরা সবাই প্রচারে ব্যস্ত। এমনকি সায়নী নিজেও প্রচারে ব্যস্ত। তাই এমন একটা সময় তাকে তলব করা আমার মনে হয়, বিজেপির উদ্দেশ্য প্রণোদিত আচরণ।”

পর্যবেক্ষকদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপির কথা মত চলছে বলে বুঝিয়ে দিতে চাইলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। বারবার তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচনের আগে সায়নী ঘোষকে তলব নিঃসন্দেহে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। আর সেই ব্যাপারেই বিজেপিকে কটাক্ষ করে শোরগোল ফেলে দিলেন কুনাল ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!