এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুর নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর বড় ভুল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কি করলেন তিনি?

পুর নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর বড় ভুল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কি করলেন তিনি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট প্রথমে একুশের বিধানসভার নির্বাচন, তারপর উপনির্বাচন এবং সর্বোপরি কলকাতা পুরসভা নির্বাচনে গেরুয়া শিবিরের একের পর এক হারের হাত ধরে কার্যত বাংলার রাজনীতিতে এই মুহুর্তে একেবারে পেছনের সারিতে পৌঁছে গিয়েছে গেরুয়া শিবির বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। 144 টি আসনে লড়াই করে মাত্র তিনটি আসনে জয়লাভ করেছে বিজেপি এবারের পুরনির্বাচনে। গত পুরসভা নির্বাচনে সাতটি আসন দখলে ছিল গেরুয়া শিবিরের। কার্যত বিজেপির পক্ষ থেকে কিন্তু এই লজ্জাজনক হারের দায় চাপিয়ে দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের ওপর।

কলকাতা পুর নির্বাচনের প্রথম থেকেই গেরুয়া শিবির ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে। আর এবার কলকাতা পুরসভার নির্বাচনের লজ্জাজনক হারের পর বিজেপি নেতারা সেই একইভাবে দোষারোপ করলেন রাজ্য নির্বাচন কমিশনকে। রীতিমতো টুইট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে তুলোধোনা করলেন। কিন্তু সেই তুলোধোনা করতে গিয়ে তিনি করে ফেললেন একটি বড় ভুল। আর তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা। শুধু সোশ্যাল মিডিয়াই নয়, রাজনৈতিক মহলেও চলছে এই নিয়ে যথেষ্ট জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশের পর শুভেন্দু অধিকারী একটি টুইট করেন রাজ্য নির্বাচন কমিশনকে। কিন্তু টুইটটি করতে গিয়ে শুভেন্দু অধিকারী গুলিয়ে ফেলেন পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী যে টুইট করেছেন সেখানে সিইও ওয়েস্ট বেঙ্গল সৌরভ দাসকে উল্লেখ করে তীব্র কটাক্ষ করেছেন। কিন্তু উল্লেখ্য সৌরভ দাস হলেন পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনার। কিন্তু পশ্চিমবঙ্গের চিফ ইলেক্টরাল অফিসার হলেন আরিজ আফতাব।

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিরোধী দলনেতার আসনে বসে শুভেন্দু অধিকারী দুটি সাংবিধানিক পদের পার্থক্য কিভাবে বুঝতে পারলেন না? বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করেছেন। তাই নিয়ে সমালোচনাও হয়েছে প্রবল। কিন্তু এবার তিনি যেভাবে টুইটের মাধ্যমে যে ভুল করলেন তাতে রাজনৈতিক জল্পনা যে আরও বাড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই। এমনিতেই সমালোচনা চলছে রাজ্য বিজেপির হার নিয়ে। তার মধ্যে শুভেন্দু অধিকারীর এহেন ভুল সেই সমালোচনাকে যে আরও বাড়িয়ে দেবে তা অনস্বীকার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!