এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কোন নেতা পদে? কার হবে ডানা ছাটা? তৃণমূলে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন “পঞ্চপান্ডব”?

কোন নেতা পদে? কার হবে ডানা ছাটা? তৃণমূলে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন “পঞ্চপান্ডব”?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদা কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদহ জেলায় 2011 সাল থেকে ঘাসফুল ফুটতে শুরু করে। কিন্তু মাঝপথেই তৃণমূলের বিজয়রথ আটকে যায় দলের গোষ্ঠী কোন্দলের কারণে। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনায় বারবার দলের গোষ্ঠী কোন্দল কমানোর জন্য সাংগঠনিক পরিবর্তন করা হলেও, লাভের লাভ কিছুই হয়নি। তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জেলা নেতাদের কড়া বার্তা দেওয়া হয়েছে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। তবে সাম্প্রতিককালে আবার তৃণমূলের সাংগঠনিক পরিবর্তন হয়েছে গোটা রাজ্যজুড়ে।

আর তারপরেই বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ব্লক সভাপতিদের ক্ষেত্রেও বদল আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। মালদা জেলাও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই কোন কোন ব্লকে কারা সভাপতি হতে পারেন, তাদের নাম রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছে মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব। স্বাভাবিকভাবেই বিভিন্ন ব্লকে এখন গুঞ্জন তৈরি হয়েছে, কারা থাকবেন এবং কারা বিদায় নেবেন? মূলত কোন কোন ব্লকে কারা সভাপতির দায়িত্ব সামলাবেন, তা নিয়ে জেলা তৃণমূলের পাঁচজন প্রথম সারির নেতা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে পঞ্চপান্ডবের সিদ্ধান্তই যে চূড়ান্ত হতে চলেছে বিভিন্ন ব্লকের সভাপতি নির্বাচনের ক্ষেত্রে, তা বলার অপেক্ষা রাখে না। তবে জেলা থেকে এই নামগুলো রাজ্যে পাঠানোর পরেই রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া পেলেই সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য দীর্ঘদিন ধরেই মালদহ জেলার তৃণমূলের ব্লক এবং জেলা কমিটি নেই বিভিন্ন নেতার মধ্যে দ্বন্দ্বের কারণে তা করা সম্ভব হয়নি। তবে বিধানসভা নির্বাচনের আগে যখন সাংগঠনিক পরিবর্তনের ওপর জোর দিয়েছে শাসকদল, তখন জেলায় বিভিন্ন ব্লক গুছিয়ে নিতে তৃণমূলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের এক নেতা বলেন, “প্রতিটি ব্লকেই কমবেশি গোষ্ঠী কোন্দল রয়েছে। ফলে ব্লক কমিটি গঠনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিটি ব্লক থেকে সম্ভাব্য সভাপতি হিসেবে একাধিক নাম রাজ্যস্তরে পাঠানো হয়েছে। তার মধ্যে রাজ্য নেতৃত্ব একজনের নাম চূড়ান্ত করবে।” তবে ব্লক সভাপতি পরিবর্তনের ক্ষেত্রে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের কো কর্ডিনেটর দুলাল সরকার বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির কথা মাথায় রেখে আমরা দ্রুত ব্লক কমিটি গঠন করতে চাই। এক্ষেত্রে নবনির্বাচিত ব্লক সভাপতিদের ওপর সবকিছু ছেড়ে দেওয়া হবে না।

জেলা সভানেত্রী ও চেয়ারম্যানসহ তিন কো অর্ডিনেটর এই ব্যাপারে বসে আলোচনা করব। ব্লক ভিত্তিক কমিটি গঠন করার সময় অবশ্যই সংশ্লিষ্ট ব্লকের সভাপতিকে আলোচনায় ডাকা হবে। তারপর কমিটির সদস্যদের নামের তালিকা চূড়ান্ত করা হবে।” সব মিলিয়ে এবার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের ব্লক কমিটি গঠন কতটা কার্যকরী হয় এবং তার ফলে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে পারে কিনা শাসকদল, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!