এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “বাংলাকে দুর্নীতি শেখাবে না” মমতার মুখে এ কোন কথা? “দুর্নীতিতেও প্রথম রাজ্য” পালটা বিজেপি!

“বাংলাকে দুর্নীতি শেখাবে না” মমতার মুখে এ কোন কথা? “দুর্নীতিতেও প্রথম রাজ্য” পালটা বিজেপি!


 

প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট- কেন্দ্রীয় সরকার বাংলার নাকি টাকা দিচ্ছে না! এই অভিযোগ প্রত্যেকদিন প্রত্যেকটি সভা থেকে করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাস্তবে এর পেছনে যে যুক্তি বিজেপি দিচ্ছে, তার পাল্টা উত্তর তিনি দিতে পারেন না। কারণ, তা দেওয়ার মত ক্ষমতা নেই বলেই দাবি বিরোধীদের। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তুফানগঞ্জের সভা থেকেও সেই একই অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আরও একটি আশ্চর্যজনক কথা বলেছেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “বাংলাকে দুর্নীতি শেখাবে না।” আর এই বক্তব্য নিয়েই এখন পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি।

 

প্রসঙ্গত, এদিন তুফানগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “১০০ দিনের কাজের টাকা আমাদের দিচ্ছে না। আমরা রিপোর্ট জমা দেওয়ার পরেও দিচ্ছে না। বাংলাকে দুর্নীতি শেখাবে না। আমরা সব দিক থেকে এগিয়ে।” আর এই বক্তব্যকে হাতিয়ার করেই পাল্টা কটাক্ষ করছে বিজেপি। তাদের দাবি, এই রাজ্য সত্যিই দুর্নীতিতে এগিয়ে। এটা হয়ত মুখ্যমন্ত্রী ওই “সব দিক থেকে এগিয়ে”এই মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন।

বাংলাকে দুর্নীতি শেখানোর মতো সাহস কার আছে? কারণ যে রাজ্যে তৃণমূল সরকার আছে, যেভাবে তারা চুরি করছে, তাতে এদের কাছ থেকেই এখন রাজ্যের মানুষকে অনেক কিছু শিখতে হবে। চুরি করার দিক থেকে সত্যিই তৃণমূল নেতাদের জুড়ি মেলা ভার। তাই অকপটে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে হয়ত সেই কথাই বলে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কারা বাংলাকে বঞ্চনা করছে, তার জবাব তৃণমূল ভোট বাক্সে পাবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!