এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা ও দিলীপকে “নাবালক” বলে কটাক্ষ হেভিওয়েট নেতার, জোর শোরগোল 

মমতা ও দিলীপকে “নাবালক” বলে কটাক্ষ হেভিওয়েট নেতার, জোর শোরগোল 

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছে সমস্ত বিজেপি বিরোধী দলগুলো। বাংলায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠে ইতিমধ্যে একাধিক পদযাত্রা এবং সভা-সমিতি করেছেন তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপি এবং তৃণমূল এই দুই রাজনৈতিক দলেরই প্রবল বিরোধী দল হিসেবে পরিচিত কাস্তে হাতুড়ি শিবির। তাই নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে একদিকে যেমন বিজেপিকে কটাক্ষ করছেন তারা, ঠিক তেমনই তৃণমূলকেও কটাক্ষ করতে দেখা যাচ্ছে বাম নেতাদের।

এবার তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষকে “নাবালক” বলে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সূত্রের খবর, রবিবার নলপুরে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল এবং আগামী 8 জানুয়ারি সাধারণ ধর্মঘটের সমর্থনে নলপুর স্টেশনের কাছে একটি জনসভা করে বামেরা। যে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিমান বসু।

মিছিল করে সেখানে উপস্থিত হয়ে একদিকে তৃণমূল আর অন্যদিকে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বিমান বসু বলেন, “কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংক থেকে 1 লক্ষ 65 হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে। কেন্দ্রীয় সরকারের নীতির জন্য দেশে বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়ে 45 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। যিনি মানুষের সঙ্গে থাকতে পারেন না, তিনি পোশাক নিয়ে বিভাজন সৃষ্টি করছেন। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে মানুষকে বিপথে ঠেলে দিচ্ছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে নাগরিকত্ব সংশোধনী আইনের বিপক্ষে থাকা তৃণমূলকেও এদিন কটাক্ষ করেন বিমান বসু। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। এই প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, “কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘন্টা বাজানো, কা কা করতে দেখা যায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাবালিকার মত কথা বলেন। আর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যখন কথা বলেন, তখন বোঝা যায় না, ওনার বয়স হয়েছে। দুজনেই বাংলার মানুষের মনে বিষ ঢালছেন।”

বিশ্লেষকরা বলছেন, বিজেপি বিরোধিতায় এখন তৃণমূল অনেকটাই এগিয়ে গিয়েছে। ফলে সেদিক থেকে তৃণমূলকে চাপে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সরব হয়ে বামপন্থীরাই আন্দোলনের মূল স্তম্ভ বলে প্রমাণ করার চেষ্টা করলেন তিনি বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!