এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নির্বাচন – পঞ্চায়েত সমিতিতে কোন জেলায় কত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়?

পঞ্চায়েত নির্বাচন – পঞ্চায়েত সমিতিতে কোন জেলায় কত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়?


নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোন জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পঞ্চায়েত সমিতি আসনে রাজ্যের শাসকদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল একনজরে দেখে নেওয়া যাক।

১. কুচবিহার –
মোট আসন – ৩৬৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৭০

২. জলপাইগুড়ি –
মোট আসন – ২৩৪
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৮

৩. আলিপুরদুয়ার –
মোট আসন – ১৮৮
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৩

৪. উত্তর দিনাজপুর –
মোট আসন – ২৮৭
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৭

৫. দক্ষিণ দিনাজপুর –
মোট আসন – ১৮৭
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৪

৬. মালদহ –
মোট আসন – ৪২৩
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৬

৭. মুর্শিদাবাদ –
মোট আসন – ৭৩৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ২৯৭

৮. নদীয়া –
মোট আসন – ৫৪১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৫৪

৯. উত্তর ২৪ পরগনা –
মোট আসন – ৫৮৯
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ১০৭

১০. দক্ষিণ ২৪ পরগনা –
মোট আসন – ৯১৩
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – কোনো তথ্য জানা যায় নি

১১. হাওড়া –
মোট আসন – ৪৬২
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৮৯

১২. হুগলি –
মোট আসন – ৬০৭
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ২০০

১৩. পূর্ব মেদিনীপুর –
মোট আসন – ৬৬১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৯৬

১৪. পশ্চিম মেদিনীপুর
মোট আসন – ৬৬১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ১০০

১৫. ঝাড়গ্রাম –
মোট আসন – ১৮৭
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ০

১৬. পুরুলিয়া –
মোট আসন – ৪৪৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৪

১৭. বাঁকুড়া –
মোট আসন – ৫৩৫
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৩০৪

১৮. পশ্চিম বর্ধমান –
মোট আসন – ১৬১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৬৭

১৯. পূর্ব বর্ধমান –
মোট আসন – ৬১৮
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৩১৬

২০. বীরভূম –
মোট আসন – ৪৬৫
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় – ৩৩৭

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!