এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন ভাই দিব্যেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন ভাই দিব্যেন্দু অধিকারী


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দীর্ঘদিন ধরেই দলের প্রতি বিশেষভাবে ক্ষুব্দ শুভেন্দু অধিকারী। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিতে পারেন, এমন একটি কথা প্রায় মাসখানেক ধরে রাজ্য রাজনীতিতে ভেসে আসছিল। আজ শুক্রবার তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিলেন। আজ স্যানিটাইজেশনের কারণে মুখ্যমন্ত্রীর অফিস ও নবান্ন বন্ধ ছিল। এর মধ্যেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে তিনি পদত্যাগপত্র পাঠালেন। যেখানে তিনি স্পষ্টভাবে জানালেন যে, সমস্ত পদ থেকে পদত্যাগ করছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন যে, রাজ্যের মানুষকে সেবা করার সুযোগ দেবার জন্য তিনি ধন্যবাদ দিচ্ছেন।

এর সঙ্গে সঙ্গেই তাঁর পদত্যাগ পত্রের কপি ইমেইল করে তিনি পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালকে। তাঁর পদত্যাগ পত্র প্রাপ্তির কথা স্বীকার করেছেন রাজ্যপাল। টুইট করে রাজ্যপাল জানিয়েছেন যে, আজ দুপুর ১ টা বেজে ৫ মিনিটে শুভেন্দু অধিকারীর দপ্তর থেকে মুখ্যমন্ত্রীকে লেখা পদত্যাগপত্র তাঁকে ফরওয়ার্ড করা হয়েছিল। এদিকে আজ সকালেই রাজ্য সরকারের দেওয়া জেড ক্যাটাগরির নিরাপত্তা ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে নিজের পাইলট কার, এসকর্ট কারও ছেড়ে দিয়েছেন তিনি।

এরপর শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি যাচ্ছেন বলে জানা গেলো। যে খবর সামনে আসতেই, তাঁর বিজেপি যোগের জল্পনা বেড়েছে। বিজেপি দলে তাঁকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তবে তিনি কি সিদ্ধান্ত দিতে চলেছেন তা তিনি জানাননি। তাঁর অনুগামীদের কথায়, ” রাজনীতিতে ধৈর্য্য ও সংযম বড় কথা। দাদা কী করবেন তা নিয়ে কোনও তাড়াহুড়ো নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগের বিষয়ে টেলিফোনে তাঁর ভাই তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী জানালেন যে, শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তটা তাঁর একান্তই ব্যক্তিগত। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে( দিব্যেন্দু অধিকারী) বিধায়ক বানিয়েছেন, তাকে সংসদেও পাঠিয়েছেন। তাই তাঁর মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারের উপর সম্পূর্ণ আস্থা আছে। তাই তিনি দলের সঙ্গেই আছেন।

এদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে এখনও আশা ছাড়তে নারাজ শাসকদল তৃণমূল। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে দমদমের সাংসদ সৌগত রায় জানালেন যে, এখনো বিধায়ক পদে আছেন শুভেন্দু অধিকারী। দলের প্রাথমিক সদস্য পদও তিনি ছেড়ে দেননি। যতক্ষণ তিনি বিধায়ক আছেন, ততক্ষণ দলের সদস্য রয়েছেন তিনি। মন্ত্রিত্ব ছাড়া তাঁর একান্তই ব্যক্তিগত ব্যাপার। যে জন্য তিনি দুঃখিত। তবে তিনি দাবি করেছেন যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি দলত্যাগ করবে না, দলে তিনি থাকবেন বলে তিনি আশাবাদী। তাঁকে দলে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাবেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!