এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, বিধানসভা নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিশনের

Breaking News, বিধানসভা নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের হাল-হকিকত বুঝতে, নির্বাচনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তিনদিনের রাজ্য সফরে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী বিধানসভা নির্বাচনে ব্যাপক হারে বুথ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। সেইসাথে বাড়ানো হবে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মোট বুথ সংখ্যা ১ লক্ষ ১০ হাজার হতে পারে। আবার সেই সঙ্গেই আরো ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে রাজ্যে।

প্রসঙ্গত, দেশজুড়ে করোনা সংক্রমণ কালে প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিহারে। করোনা সংক্রমনের কারণে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে বিহারের বিধানসভা নির্বাচনে বুথ সংখ্যা অনেকটা বাড়ানো হয়েছিল। বুথের সংখ্যা বৃদ্ধির কারণে অধিক পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হয়ে পড়েছিল। এখনো দেশ থেকে করোনা সংক্রমণ দূর না হওয়ার কারণে আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও বুথ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ভোট বুথের সংখ্যা ছিল ৭৮ হাজার ৯০৩ টি। কিন্তু এবার করোনা সংক্রমণ থাকার কারণে প্রতিটি বুথের ভিতর সর্বাধিক ভোটার সংখ্যা হবে ১০০০। গত বিধানসভা নির্বাচনে সর্বাধিক ভোটার সংখ্যা ছিল দেড় হাজার। বুথ প্রতি ভোটার সংখ্যা কমিয়ে দেওয়ার কারণেই রাজ্যে বেশি পরিমাণে প্রয়োজন হবে বুথের এবারের নির্বাচনে। এ কারনেই বিধানসভা নির্বাচনে আনুমানিক বুথ সংখ্যা এবার ১ লক্ষ ১০ হাজার হতে চলছে। এরফলে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনেক বেশি সুবিধা হবে ভোটারদের।

অন্যদিকে বুথ সংখ্যা বাড়ানো হলে বুথ কর্মীর সংখ্যা ও সেইসঙ্গে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও বাড়ানোর প্রয়োজন হবে। এদিকে, রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয় নিয়ে একাধিকবার অভিযোগ করা হয়েছে বিরোধী পক্ষ থেকে। বিরোধী পক্ষ থেকে একাধিকবার কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে নির্বাচন সম্পন্ন করার দাবি করা হয়েছে। অন্যদিকে, কিছুদিন আগে রাজ্য সফরের সময় উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন অবাধ ও সন্ত্রাসমুক্ত নির্বাচনের নির্দেশ দিয়েছেন। এই উদ্দেশ্যেই বাড়ানো হবে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা।

প্রসঙ্গত, গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে মোতায়েন করা হবে। রাজ্যের পুলিশ কর্তাদের সঙ্গে নির্বাচন ও আইন-শৃঙ্খলার পরিস্থিতির বিষয়ে আলোচনার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিরোধীদের দাবিকে অনেকটাই মান্যতা দেওয়া হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!