এখন পড়ছেন
হোম > রাজ্য > ঠিক হয়ে গেলো মহেশতলা উপনির্বাচনের বিজেপি প্রার্থী

ঠিক হয়ে গেলো মহেশতলা উপনির্বাচনের বিজেপি প্রার্থী


রাজ্য বিজেপির তরফ থেকে রাজকমল পাঠক,সুজিত ঘোষ এবং কার্তিক ঘোষের নাম কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে এদিন দিল্লি থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিটির সম্পাদক জে পি নাড্ডা প্রাক্তন IPS অফিসার সুজিত ঘোষ এর নাম ঘোষণা করেন।
জানা গেছে যে, ২০১৬ সালে নির্বাচনে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন কার্তিক ঘোষ। কিন্তু এবার তাঁকে নয় দল বাছলেন সুজিত ঘোষকে।
প্রাক্তন IPS অফিসার শুধু নন পাশাপাশি সুজিত ঘোষ বিজেপি-র বুদ্ধিজীবী সেলের সদস্য।
এদিকে মহেশতলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রতীকে দাঁড়িয়েছেন দুলাল দাস। তিনি মৃতা কস্তুরী দাসের স্বামী এবং মেয়র শোভন চট্ট্যোপাধ্যায়ের সবসুর। এবং এলাকার দাপুটে নেতা। তাই বিজেপির সাথে লড়াইটা এবার হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছে রাজনৈতিকমহল। অন্যদিকে বিজেপির দাবি যে তারা ভালো ফল করবে। এই নিয়ে সায়ন্তন বসু বলেন, “রাজ্য কমিটি ৩টি নামের তালিকা পাঠিয়েছিল। সেই তালিকা থেকে সুজিত ঘোষকে বেছে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। এই কেন্দ্রে সুজিত ঘোষ ভালো ফলাফল করবেন।” যদিও বিষয়টিতে আমল দিতে নারাজ তৃণমূল।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!