এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় সরকারের দয়ায় টিকে আছে মমতার সরকার? মন্তব্য করে জল্পনা বাড়ালেন হেভিওয়েট বিজেপি নেতা!

কেন্দ্রীয় সরকারের দয়ায় টিকে আছে মমতার সরকার? মন্তব্য করে জল্পনা বাড়ালেন হেভিওয়েট বিজেপি নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন রাজ্যকে গেরুয়া চাদরে মুড়ে দিতে তৎপর হয়ে উঠেছে বিজেপি শিবির। সম্প্রীতি দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতেন বঙ্গসফর করে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ সফরের সময় তিনি একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন। আবার, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে বলে জানিয়েছেন তিনি একাধিকবার। রাজ্য বিজেপির নেতা কর্মীদের তিনি ২০০ টি বিধানসভা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। গতকাল বনগাঁয় এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা শাসকদল তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সংখ্যালঘু সেলের সভাপতি জামাল সিদ্দিকী। রাজ্য সরকারের আক্রমণ করে তিনি জানালেন যে, কেন্দ্রীয় সরকারের এতটাই ক্ষমতা আছে যে, কেন্দ্র সরকার যদি চায়, তবে এখনই ছুঁড়ে ফেলে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে।

গতকাল উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর রায়পুরে এক দলীয় সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ ও হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সংখ্যালঘু সেলের সভাপতি জামাল সিদ্দিকী। গতকাল সভামঞ্চ থেকে তিনি জানালেন যে, কেন্দ্রীয় সরকারের এতটা শক্তি আছে যে, কেন্দ্র ইচ্ছে করলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ছুড়ে ফেলে দেবার ক্ষমতা রাখে। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। কিন্তু তাঁর বক্তব্য, এটা হলে মুখ্যমন্ত্রী (দিদি) সমস্ত জায়গায় গিয়ে কান্নাকাটি করবেন। বলবেন যে, কেন্দ্রীয় সরকার তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। মানুষ তাঁকে চাইছিল, কিন্তু কেন্দ্র তাঁর সরকারকে সরিয়ে দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই কারনেই বিজেপি নেতা জামাল সিদ্দিকী জানালেন যে, তাঁরা উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছেন। কেন্দ্রীয় সরকারের পরিবর্তে জনগণ যদি তাদের ক্ষমতা থেকে অপসারিত করে, তবে তাঁরা নিজেদের ক্ষমতাকে পরিষ্কারভাবে বুঝতে পারবেন বলে জানালেন জামাল সিদ্দিকী। সেই সঙ্গে তিনি বললেন যে, পূর্বে সংখ্যালঘু ভাইয়েরা তৃণমূলের উপর বিশ্বাস করেছিলেন। তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন তাঁরা। তাঁরা আশা করেছিলেন যে, তাঁদের জন্য কিছু করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারা বুঝতে পারেননি যে, মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নাটক করছেন তাঁদের সঙ্গে।

এরপরই রাজ্য পুলিশকে হুঁশিয়ারি দিলেন তিনি। রাজ্য পুলিশের উদ্দেশে তিনি বললেন যে, যে সমস্ত পুলিশ শাসক দলের দলদাস হয়ে কাজ করেন, বিজেপির কার্যকর্তাদের উপর হেনস্থা করেন, তাঁদের উপর কেস দিয়ে তাঁদের সমস্যায় ফেলেন। তাঁদের সকলের নাম লাল ডায়েরিতে লিখে রাখতে। আগামী দিনে এই সবকিছুর হিসাব নেয়া হবে বলে সতর্ক করলেন তিনি। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে ইতিপূর্বে শোনা গিয়েছিল। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বারবার অভিযোগ করেছেন রাজ্যপাল। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় এই নেতার বক্তব্য জল্পনা আরো বাড়িয়ে দিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!