এখন পড়ছেন
হোম > জাতীয় > সর্বকালীন রেকর্ড করে টালমাটাল রাজস্থানে নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক গেরুয়া শিবিরের

সর্বকালীন রেকর্ড করে টালমাটাল রাজস্থানে নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক গেরুয়া শিবিরের


কৃষিঋণ মকুবের দাবিতে এবং নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্রমশ সরকার বিরোধী হয়ে উঠছে দেশের কৃষক সম্প্রদায়। বিগত কয়েক দিনের মধ্যেই সারা দেশে বিচ্ছিন্ন ভাবে কৃষক আন্দোলন শুরু হয়েছে এবং তা নিয়মিত ভাবেই জারি রয়েছে। এই বিষয়টিকে নির্বাচনীপ্রচারকার্যে  সরকারের সমালোচনায় ব্যবহার করতে মরিয়া হয়ে আছে বিরোধী শিবিরগুলি। ঠিক এমন সময়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া রাজ্যের কৃষকদের বিপুল পরিমাণ ঋণ মুকুব করে দিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ঋণমুকুবের পরিমান দেশীয় অর্থনীতির একদশকের ইতিহাসে এ যাবতকালে সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে। পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে এর আগে ২০০৮ সালে রাজস্থানের কৃষকরা সর্বোচ্চ কৃষি ঋণে ছাড় পেয়েছিলেন। ঐ বছর  রাজ্যের আট লাখ কৃষকের মুকুব হওয়া ঋণ অর্থের পরিমান ছিল প্রায় ১৩৪৫ কোটি টাকা। কিন্তু ২০১৮ সালে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকার পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় আটগুণ বেশি অর্থাৎ ৮৪০০ কোটি টাকা কৃষিঋণ মুকুব করলেন। মনে করা হচ্ছে ২০১৯ সালে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যে নিজেদের আসন সংখ্যায় স্থিতি আনতেই রাজ্যের বিজেপি শাসিত সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!