এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির মনোনয়ন আটকাতে গুলিবৃষ্টি ও বোমাবাজির অভিযোগ

বিজেপির মনোনয়ন আটকাতে গুলিবৃষ্টি ও বোমাবাজির অভিযোগ

মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বুধবার মিছিল করে মনোনয়ন পত্র পেশ করতে যাচ্ছিলেন বিজেপির প্রার্থী। অভিযোগ উঠেছে ঐ মিছিলকে লক্ষ্য করে দুষ্কৃতিরা গুলি চালায়। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। গোটা রায়গঞ্জ শহর সন্ত্রস্ত হয়ে পড়ে। বিজেপি এই ঘটনার সম্পূর্ণ দায় চাপিয়েছে তৃণমূল কংগ্রেসের ওপর। বিজেপির দাবি মিছিলে আক্রমনকারী ঐ দুষ্কৃতিরা ,শাসক দলেরই মদতপুষ্ঠ। যদিও তৃণমূল নেতা ও রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বিজেপির আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। জানা গিয়েছে, এদিন সকাল ১০.৩০ মিনিটে স্থানীয় কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিজেপি প্রার্থী সমরু ওঁরাও মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। এইসময়ে তাঁর কপালে রিভলভার ঠেকিয়ে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে জেলা বিজেপি দলীয় কর্মীরা রায়গঞ্জে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। বেলা ১২ টা অবধি অবরোধ স্থায়ী হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপর দুপুর ২.৪৫ মিনিট নাগাদ ৭০ জন দলীয় কর্মী সমর্থক সহ বিজেপি প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে ও পেশ করতে ব্লক অফিসের দিকে যায়। ঐ সময় ব্লক অফিসের লাগোয়া রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের কাছে এসে মিছিল উপস্থিত হলে হাসপাতাল নিকটবর্তী ওষুধের দোকানের সামনে থেকে মিছিলকে লক্ষ্য করে আচমকাই গুলি বর্ষণ শুরু হয়। এলাকায় এক নাগাড়ে কিছুক্ষণ গুলি ও বোমার তান্ডব চলে। বিজেপি কর্মীরা এই তান্ডব চলাকালীন প্রাণ বাঁচাতে বিভিন্ন দোকানে আশ্রয় নেয়। দুষ্কৃতীরা ঐ দোকানগুলিতেও হামালা চালায় বলে অভিযোগ। গোটা এই ঘটনায় বিজেপি সাধারণ সম্পাদক প্রদীপ সরকার-সহ চারজন আহত হয়েছেন। জেলা বিজেপি সভাপতি নির্মল দাম এদিনের সমগ্র ঘটনায় তৃণমূল কংগ্রেসের কার্যকরী ভূমিকা আছে জানিয়ে অভিযোগ এনেছেন। ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ বাজারের উকিল পাড়ার সামনে বিক্ষোভ অবরোধ শুরু করে জেলা বিজেপির কর্মী সমর্থকরা। ঐ সমাবেশ থেকেই নির্মল দাম জানালেন ,”মনোনয়ন তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া ব্লক অফিস থেকে সরিয়ে এসডিও অফিসে নিয়ে যেতে হবে। আগামী ছ’তারিখের মধ্যে এই কাজ না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বিজেপি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!