এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় রাষ্ট্রপতি শাসন ? এবার খোদ অমিত শাহকেই বড়সড় চ্যালেঞ্জ করে বসলেন পার্থ চ্যাটার্জি!

বাংলায় রাষ্ট্রপতি শাসন ? এবার খোদ অমিত শাহকেই বড়সড় চ্যালেঞ্জ করে বসলেন পার্থ চ্যাটার্জি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে বাংলার রাজনৈতিক মহলে চলছে রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি। একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই শাসক ও বিরোধী লড়াই অর্থাৎ তৃণমূল এবং বিজেপির লড়াই আরো স্পষ্ট হচ্ছে। অন্যদিকে রাজ্য প্রশাসনকে আক্রমণ করে বরাবরই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতিকে নিয়ে মুখর হয়েছে গেরুয়া শিবির। আর এই কারণ দেখিয়ে বারংবার গেরুয়া শিবির দাবি করেছে বাংলার রাষ্ট্রপতি শাসনের। আর এবার রাজ্যের আইন শৃংখলার পতন নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের।

সোমবার একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে অমিত শাহ জানিয়েছেন, বাংলায় আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়ে এদিন খোলাখুলি আলোচনা করেন অমিত শাহ। তিনি জানিয়েছেন, বাংলার পরিস্থিতি উদ্বেগজনক হওয়া সত্বেও সেখানে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা রয়েছে কিনা তা তিনি টিভি চ্যানেলে বসে বলতে পারবেন না।

তবে বাংলার পরিস্থিতি যে খুবই উদ্বেগের, সে কথা তিনি মেনে নিয়েছেন। প্রসঙ্গত, এর আগেও অমিত শাহ একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে গিয়ে বাংলার রাষ্ট্রপতি শাসন জারি সম্ভাবনা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। বিজেপির বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলার বিরোধীরা ন্যায়সঙ্গত কারণেই রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন। পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়ার সাথে সাথেই চলছে চরম দুর্নীতি বলে তিনি জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সাথে বাংলায় বিরোধীদের ওপর শাসকদল যে নিপীড়ন চালায়, সে অভিযোগও করেন এদিন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ভারতে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বিরোধীদের ওপর নজিরবিহীন আক্রমণ চালায় শাসকদল। বিরোধীদের খুন করা হচ্ছে, মিথ্যা মামলায় তাঁদের ফাঁসানো হচ্ছে বলে জানান তিনি। একইভাবে অমিত শাহও আগামী বিধানসভা নির্বাচনে বাংলার পালা বদল নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন।

তিনি জানিয়েছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় বিধানসভার বদল হবেই। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের বিরুদ্ধে এবার ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত নিয়েছেন এদিন পার্থ। তীব কটাক্ষ করে পাল্টা পার্থ চট্টোপাধ্যায় এদিন জানিয়েছেন, সম্প্রতি বিজেপি শাসিত একটি রাজ্যে ভয়াবহ ধর্ষণের ঘটনা ঘটে গেছে। প্রকারান্তরে পার্থ চট্টোপাধ্যায় যে উত্তরপ্রদেশের দিকে অঙ্গুলি হেলন করেছেন, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বাংলায় রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়ে এদিন পার্থ চট্টোপাধ্যায় পাল্টা জানিয়েছেন, গেরুয়া শিবির রাজনীতির খেলা খেলছে।

একুশের বিধানসভা নির্বাচনে পালাবদল হবে কি হবেনা তা নির্ভর করছে বাংলার জনগণের ওপর। কিন্তু বাংলায় আইনশৃঙ্খলা নিয়ে যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন তা অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় উত্তরপ্রদেশ কান্ড উল্লেখ করে যেভাবে বিঁধেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তা কিন্তু যথেষ্ট অস্বস্তিতে ফেলবে তাঁকে বলে মনে করা হচ্ছে। কারণ উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য হলেও বারংবার সেখান থেকে উঠে আসছে দলিত মেয়েদের ধর্ষণ ও হত্যার ঘটনা। সবমিলিয়ে বাংলায় ভোটের রাজনীতিতে যে পারদ ক্রমশ চড়ছে, সে ব্যাপারে একমত বাংলার রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!