এখন পড়ছেন
হোম > অন্যান্য > আপনার সঙ্গীর সঙ্গে মিলন মুহূর্ত আরও রোমাঞ্চকর আরও মোহময় করতে চান, এই চারটি খাবার করবে কামাল

আপনার সঙ্গীর সঙ্গে মিলন মুহূর্ত আরও রোমাঞ্চকর আরও মোহময় করতে চান, এই চারটি খাবার করবে কামাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হিন্দু শাস্ত্রে কামদেবের কথা নিশ্চয়ই শুনেছেন অনেকে। মহাদেবের মনে পার্বতীর জন্য প্রেমোদ্রেকের সময়, মহাদেবের ক্রোধে ত্রিনেত্র উন্মোচনে ভস্ম হয়েছিলেন যিনি। তবে সেই কামদেবের কথা আজ বলবো না। আজ ভ্রমণের রথ দেশ ছেড়ে পাড়ি দেবে বিদেশে। কোথায়? সুদূর গ্রিসে।

ভারতের মতই গ্রিসের প্রাচীন দেবদেবীর কথা জানেন অনেকে। সেখানেই থাকেন অ্যাফ্রোদিতি। কে তিনি? বস্তুত, অ্যাফ্রোদিতি হলেন প্রাচীন গ্রিসের এক দেবী। যিনি ভালবাসা, কামনা বাসনা, আনন্দ আর সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত। আর এই দেবী অ্যাফ্রোদিতির নামের সঙ্গে সামঞ্জস্য মিলিয়েই নাম দেওয়া এক বিশেষ ধরণের খাবারের। যার নাম অ্যাফ্রোডিসিয়াক ফুড।

বলা হয়, অ্যাফ্রোডিসিয়াক ফুড খেলে নাকি মিলনের বিশেষ মুহূর্ত হয়ে ওঠে আরও অনেক বেশি কামোদ্দীপক। তাই সারা পৃথিবীতে এই অ্যাফ্রোডিসিয়াক খাবারের তুমুল জনপ্রিয়তা লক্ষ করা যায়। বলা হয়, এই খাবার খেলে নাকি আপনি আরও বেশি কামাতুর হয়ে পড়বেন। তবে দেরি না করে জেনে নেওয়া যাক, কোন কোন খাবার এই তালিকায় উঠে এসেছে।

এক্ষেত্রে প্রথমেই উঠে আসে, আপনার রান্নাই নিত্য ব্যবহার্য একটি জিনিসের কথা। বস্তুত, ফেনুগ্রিক বা মেথি বেশিরভাগ এশিয়ান দেশেই রান্নায় মশলা হিসেবে ব্যবহার হয়। সেই সঙ্গে রূপচর্চায় যেমন চুল এবং ত্বকের যত্নেও মেথির ব্যবহার হয়ে থাকে। তবে দেখা গেছে, লিবিডো বাড়িয়ে তুলতেও কিন্তু এই মেথি যথেষ্ট কার্যকরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, মানুষের কামনা বাসনা জাগানোর ক্ষেত্রে, বা সহজ কথায় আপনার কোনটা ভালো লাগবে বা খারাপ লাগবে সেটা ঠিক করে আপনার মস্তিষ্ক। আরো সহজে বলতে গেলে, বিভিন্ন কাজের সময় আপনার মস্তিষ্কে ক্ষরিত Estrogen ও Testosterone হরমোন আপনার ভালোলাগাকে বুঝিয়ে দেয়। আর এই হরমোন নিঃসরণে মেথি কার্যকরী বলেই মনে করা হয়।

অন্যদিকে, স্যাফ্রন বা কেশর এক্ষেত্রে উপযোগী বলে মনে হয়। বস্তুত, দক্ষিণ পূর্ব এশিয়ায় স্যাফ্রন বা কেশর পাওয়া যায়। এটিও এক প্রকার মশলা। জানা গেছে, মুড পরিবর্তন করতে, হতাশা ও অবসাদ কমাতে বহুদিন থেকে এর ব্যবহার ধরে চলে আসছে।

তবে এরই সঙ্গে এটি পুরুষদের ইরেকটাইল ফাংশান ঠিক রাখতেও সাহায্য করে বলে জানা যায়। সেই সঙ্গে এটি মহিলাদের অরগ্যাজম এবং যোনিপথ পিচ্ছিলও করে তোলে বলে সমীক্ষায় দেখা গেছে। বাসর রাতে দুধের সঙ্গে বরের কাছে এই কেশর দুধ নিয়ে যাওয়ার রীতি প্রচলিত আছে বলেও জানা যায়।

এরপর আসা যাক আরো একটি খাবারের কথায়। এটিও একপ্রকার রান্নায় ব্যবহৃত উপাদান। ইতিহাস অনুযায়ী, পিস্তাশিও নাট বা পেস্তা খ্রিস্টপূর্ব ৬ হাজার বছর থেকে মানুষ ব্যবহার করে আসছে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার আর ফ্যাট আছে বলে জানা যায়।

বলা হয়, যাদের ইরেকটাইল ম্যালফাংশানের সমস্যা আছে তারা এই অ্যাফ্রোডিসিয়াক খাবারটি খেলে উপকার পাওয়া যায়। যেহেতু পেস্তা আপনার শরীরে কোলেস্টরল নিয়ন্ত্রন করে এবং রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে, তাই বিশেষজ্ঞরা মনে করেন পেস্তা খেলে পেনিসের মধ্যে দ্রুত রক্ত চলাচল হয় ফলে লিঙ্গ তাড়াতাড়ি শক্ত হয়ে ওঠে। তাহলে দেরি না করে আপনিও ট্রাই করে দেখতে পারেন, আর পেতে পারেন সুফল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!