এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বাংলা সিনেমা বাঁচান, বাংলাকে আমরা বাঁচিয়ে নেব” দেবের উদ্দেশ্যে বড় মন্তব্য দিলীপের!

“বাংলা সিনেমা বাঁচান, বাংলাকে আমরা বাঁচিয়ে নেব” দেবের উদ্দেশ্যে বড় মন্তব্য দিলীপের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ বাড়ছে। নির্বাচনের আগে বেশ কয়েকদিন অনেক বেশি নাটক করেছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেতা দেব। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন তিনি। তবে যতদিন তিনি সাংসদ ছিলেন, ততদিন তিনি এলাকায় কতটা সময় দিয়েছেন, তা নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর এবার তার অভিনয় সত্ত্বা প্রসঙ্গে বলতে গিয়ে সেই দেবের উদ্দেশ্যে বড় মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী।

প্রসঙ্গত, রবিবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অনেক বড় বড় প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু তার পরিপ্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে দেবের উদ্দেশ্যেই বড় পরামর্শ দিয়ে বসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, “দেব হচ্ছে পার্টটাইম পলিটিশিয়ান। আমি এটা আগেও বলেছি, বাংলা সিনেমা তো শেষ হয়ে গিয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে। তাই দেবকে বলব যে, আপনি বাংলা সিনেমাটাকে বাঁচান। আমরা বাংলাকে বাঁচিয়ে নেব।” অর্থাৎ দেবের মত অভিনেতা রাজনীতির ময়দানে এসে মানুষের পাশে যে ঠিক মত দাঁড়াচ্ছেন না, এটা সকলেই জানে। হয়ত তিনি সময় পাচ্ছেন না। কিন্তু তবুও তাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস বারবার ঘাটাল জেতার চেষ্টা করে।

তবে এবার যে আর সেটা হবে না, বরঞ্চ বাংলা সিনেমায় সময় দিয়ে দেব যাতে বাংলার চলচ্চিত্র জগতের উন্নতি করে, সেই পরামর্শই দিলেন দিলীপ ঘোষ। পাশাপাশি বাংলার উন্নতির স্বার্থে বিজেপি যে বদ্ধপরিকর, সেটাও স্পষ্ট করলেন তিনি। আর দিলীপ ঘোষের এই বক্তব্যই তৃণমূল প্রার্থী দেবের ভোটের ময়দানে চরম অস্বস্তি বাড়িয়ে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!