এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির বিরুদ্ধে গণ প্রতিরোধের ডাক, তৃণমূলকে চরম চাপে ফেললেন দিলীপ!

বিজেপির বিরুদ্ধে গণ প্রতিরোধের ডাক, তৃণমূলকে চরম চাপে ফেললেন দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  তৃণমূল খুব ভালো মতোই বুঝতে পারছে যে, তাদের খেলা শেষ হয়ে এসেছে। সেই কারণে এখন গণ প্রতিরোধের কথা বলে আসর জমানোর চেষ্টা করছে তারা। বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি যখন তৃণমূলকে বিভিন্ন দিক থেকে ঘিরে ধরছে, তখন তারা বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ করার ডাক দিচ্ছেন। কিন্তু সাধারণ মানুষ সেভাবে তৃণমূলের সেই আহ্বানে সাড়া দিচ্ছেন না। আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের পক্ষ থেকে গণ প্রতিরোধের ডাক নিয়ে চরম কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, এদিন এই বিষয় নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “শুধু ডাকই দেবে। কিন্তু কাউকে পাবে না। এই যে এত মুরগির বাচ্চার মত সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, কেউ সামনে এসেছে? কয়েক জায়গায় মহিলাদের দিয়ে বিক্ষোভ করানোর চেষ্টা হচ্ছে। যখন ফোর্স পৌঁছে যাবে, তখন কাউকে খুঁজে পাওয়া যাবে না।”

বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল গণপ্রতিরোধ, হুংকার অনেক কিছু দিচ্ছে। কিন্তু মানুষ বুঝতে পারছে যে, তৃণমূলের সঙ্গে থেকে লাভ নেই। কারণ যারা শাহজাহানের মত মডেল তৈরি করে, তারা কতটা ভয়ংকর হতে পারে, সেটা সকলেই বুঝতে পারছেন। সেই কারণে গুটি কয়েক মহিলাদের সামনে রেখে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়ে লাভের লাভ কিছুই হচ্ছে না। বরঞ্চ মানুষ তৃণমূলের সেই আহ্বানে সারা না দিয়ে বিজেপির সঙ্গেই আরও বেশি করে যুক্ত হচ্ছেন। যা হাতেনাতে ভোটবাক্সে আগামী দিনে টের পাবে পশ্চিমবঙ্গের শাসক দল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!