হঠাৎ কেন দিল্লিযাত্রা মুখ্যমন্ত্রীর? আগামী লোকসভার নিরিখে কি মহাজোটের সলতে পাকানোর প্রস্তুতি? কংগ্রেস জাতীয় তৃণমূল রাজনীতি রাজ্য July 16, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভার অধিবেশন চলাকালীন দিল্লি যাবার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি জানিয়েছেন যে, চলতি মাসের শেষে তিনি দিল্লি যেতে পারেন। আগামী উনিশে জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। এই অবস্থায় হঠাৎ করে মুখ্যমন্ত্রীর দিল্লি যাবার কারণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা থাকার কারণে ভোটের পরে তিনি দিল্লি যেতে পারেননি। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তাই লোকসভা চলাকালীন দিল্লিতে যেতে চান তিনি। পুরনো, নতুন বন্ধুদের সঙ্গে দেখা হলে তাঁর ভালো লাগে। তবে তিনি কবে দিল্লি যাবেন? তা তিনি স্থির করেননি। বিভিন্ন নেতার সঙ্গে দেখা করবেন তিনি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে সময় পেলে দেখা করবেন তিনি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হলে, তা হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের একাধিক দাবি নিয়ে মুখ্যমন্ত্রী যেতে পারেন প্রধানমন্ত্রীর দরবারে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা। তৃণমূল সূত্রের খবর, দিল্লী গেলে সোনিয়া গান্ধীর সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ বলে ব্যাখ্যা করা হলেও, এই সাক্ষাতের মধ্যে যে জড়িয়ে আছে রাজনীতি, তা অস্বীকার করার কোন উপায় নেই। বিধানসভা নির্বাচনে জয়লাভের পর জাতীয় রাজনীতিতে পদার্পণ করার প্রচেষ্টা রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। আবার, কিছুদিন আগেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন পিকে। আর এই বৈঠকের পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক একাধিক জল্পনার সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে। তাঁদের এই বৈঠকের মধ্যে থেকেই কাজ শুরু হতে পারে বলে মহাজোটের সলতে পাকাবার, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয়ের পর কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমঝোতা হওয়ার সম্ভাবনা তীব্র হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর প্রবল বিরোধী বলে পরিচিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর বিরোধিতার সুর নামিয়ে দিয়েছেন। এমনকি উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী না দেবার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যা থেকে কংগ্রেস ও তৃণমূল সমঝোতা তথা মহাজোটের সম্ভাবনা দেখতে পাচ্ছেন অনেকে। এই পরিস্থিতিতে দিল্লি যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। যা থেকে বাড়ছে নানা জল্পনা। এদিকে, সম্প্রতি সোনিয়া গান্ধী জানিয়েছেন যে, সংসদে তৃণমূল সহ সমস্ত বিরোধী দলগুলোর সঙ্গে সমন্বয়ে যেন গুরুত্ব দেয়া হয়। এ বিষয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে বিশেষ দায়িত্ব দিয়েছেন তিনি। অর্থাৎ, এখন থেকেই বিরোধী শিবিরের মধ্যে জোট বাঁধার একটা প্রচেষ্টা শুরু হয়ে গেছে। আপনার মতামত জানান -