এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী? জল্পনা বাড়ালেন হেভিওয়েট বিজেপি নেতা

বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী? জল্পনা বাড়ালেন হেভিওয়েট বিজেপি নেতা

এই মুহূর্তে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারী কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? নতুন করে এই জল্পনা ছড়ানোর পিছনে রয়েছে হেভিওয়েট বিজেপি নেতা তথা বাঙালি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বক্তব্য। দলীয় প্রার্থী প্রচারে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত কাঁথিতে এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ২৩ শে মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে কেউ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছন পিছন ঘুরবে না, সবাই বিজেপির পিছনে পিছনে ঘুরবে!

এই প্রসঙ্গেই তিনি জানান তৃণমূল কংগ্রেসের অন্তত ১০০ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আগামী ২৩ শে মের পরে এঁরা সবাই নাকি বিজেপিতে যোগ দিতে চলেছেন। একইসঙ্গে বিপ্লব দেবের কথায়, শুভেন্দুবাবু স্বর্গত অটলবিহারী বাজপেয়ির আমল থেকেই বিজেপিতে যোগ দিতে উন্মুখ, কিন্তু তৃণমূল নেত্রী সেই যাত্রায় নাকি আটকে দেন। তবে, এবারে নাকি ‘রাস্তা তৈরী’ আছে, তাই শুভেন্দুবাবু ও তৃণমূলের বিধায়করা নাকি খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া এসেছে স্বয়ং শুভেন্দু অধিকারীর তরফে। তিনি বিল্পব দেবের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দেওয়ার পাশাপাশি, তাঁকে মাথার ডাক্তার দেখানোর পরামর্শও দিয়েছেন! শুভেন্দুবাবু সংবাদমাধ্যমকে স্পষ্ট জানান, বিপ্লববাবুর ডাক্তার দেখানোর দরকার আছে। ওনার মাথা খারাপ আছে – যখন-তখন যা-তা ভুল বকছেন! উনি কলকাতার কোনো ভালো মেন্টাল ডাক্তারের কাছে চিকিৎসা করান! বিপ্লব দেব ক্ষমা না চাইলে মানহানির মামলা করব।

যদিও, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান ঘিরে বারেবারেই জল্পনা তৈরী হয়েছে। বিজেপির একাধিক নেতা এর আগে বহুবার ইঙ্গিতে বা সরাসরি তাঁর গেরুয়া যোগের কথা বলেছেন। কিন্তু প্রতিবারেই অবশ্য তিনি স্ট্রেট ব্যাটে সেই সব সম্ভাবনার কথা মাঠের বাইরে ফেলে দিয়েছেন। কিন্তু, এবারে খোদ তাঁর খাসতালুক কাঁথিতে দাঁড়িয়ে বিজেপি মুখ্যমন্ত্রী এই দাবি করায় জল্পনা বহুগুন বেড়েছে। এমনকি, শুভেন্দুবাবু স্পষ্ট করে এর পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার পরেও এই জল্পনা ক্রমশ বাড়ছে পূর্ব-মেদিনীপুর জুড়ে বলে দাবি স্থানীয় রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে, শুভেন্দু অধিকারী কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে কড়া প্রতিক্রিয়াই দিচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!