এখন পড়ছেন
হোম > রাজ্য > ত্রিবেণী-সঙ্গমে’ দিশেহারা বঙ্গ বিজেপি, পঞ্চায়েতের আগে নাজেহাল কর্মী-সমর্থকেরা

ত্রিবেণী-সঙ্গমে’ দিশেহারা বঙ্গ বিজেপি, পঞ্চায়েতের আগে নাজেহাল কর্মী-সমর্থকেরা

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে বেশি গুরুত্ব দিয়ে দেখছে গেরুয়া শিবির। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের জন্যে প্রথমে স্থির হয়েছিল প্রতি বুথে তিনজন করে প্রার্থীর নামের তালিকা তৈরী করা হবে এবং কেন্দ্রের নেতৃত্বের নির্দেশে সমগ্র প্রক্রিয়াটি ৩১ মার্চের মধ্যে শেষ করে ফেলার পরকিল্পনা ছিলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু সেই কাজ এখনো শেষ হয়নি। তার কারণ হিসাবে রাজনৈতিকমহলের মতে রাজ্যের তিন অভিজ্ঞ দলীয় নেতা মুকুল রায়, দিলীপ ঘোষ ও রাহুল সিনহা প্রমুখের পাস্পরিক মতানৈক্যের অভাবে দলের তরফে কোনো অভিন্ন সিদ্ধান্ত নেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছেনা। এই নিয়ে তারা যুক্তি দেখিয়েছেন যে দলের পঞ্চায়েত নির্বাচন কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেও মুকুল রায় -এর সাথে মতানৈক্য ঘটছে কেননা মুকুলবাবু চাইছেন তৃণমূল দল থেকে সদস্য পদ ছেড়ে দেওয়া নেতা-কর্মীদের প্রার্থী করতে। কিন্তু মুকুল বাবুর দলীয় কর্মে আপত্তি জানাচ্ছেন বিজের রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ। দিলীপ বাবুর মতে দলের দীর্ঘদিনের নেতা-কর্মীদেরই প্রার্থী করতে হবে। কারণ তৃণমূল থেকে আসা নেতা-কর্মীদের প্রার্থী করলে, ভোটে জেতার পর তাঁদের তৃণমূলে ফিরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যা এই মুহূর্তে অস্বীকার করা যাচ্ছেনা। অন্যদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানে কেন্দ্রীয় সহসম্পাদক রাহুল সিনহার অভিমত অনুসারে তৃণমূলকে পরাস্ত করতে দলমত নির্বিশেষ প্রার্থী বেছে নিতে হবে। দলের এই তিন শীর্ষ নেতার ভিন্নমতের চাপে কার্যতই পিষ্ঠ হচ্ছেন দলের অন্যন্য কর্মীরা। এই অবস্থা থেকে দ্রুত উদ্ধারের পথ খুঁজছে এখন দলীয় কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!