৬৬ বছরের বামদুর্গ ভেঙে নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে জয়ী তৃণমূল কংগ্রেস বিশেষ খবর রাজ্য January 1, 2018 বছরের শেষ দিন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সমর্থকদের জন্য এল খুশির খবর। ৬৬ বছরের বামদুর্গ ধ্বসিয়ে স্বরূপনগরে নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে ওছিয়াহ সিনিয়র মাদ্রাসায় (ফাজিল) অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সবকটি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। গতকাল সন্ধ্যায় ফলাফল ঘোষণার পরই শাসকদলের স্থানীয় কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। স্বরূপনগরের স্থানীয় তৃণমূল নেতা সর্দার জয়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, ১৯৫১ সালে এই মাদ্রাসা শুরু হয়েছিল। এই প্রথমবার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা এখানে জয়ী হলেন। এতদিন সিপিএমের দখলেই ছিল। ছ’টি আসনের ছটিতেই আমরা জয়ী হয়েছি। আপনার মতামত জানান -