উত্তরবঙ্গে একই হোটেলে মুকুল রায় ও ম্যাথু স্যামুয়েল, জল্পনা চরমে বিশেষ খবর রাজ্য December 31, 2017July 15, 2021 এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বাংলা সংস্করণে প্রকাশিত খবর অনুযায়ী সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ওই সংবাদমাধ্যমের ওয়েব পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে বিজেপির জন-জাগরণ যাত্রা উপলক্ষে মুকুল রায়ের উত্তরবঙ্গ সফর চলাকালীন মুকুলবাবু লাটাগুড়ির যে হোটেলে উঠেছিলেন সেই একই হোটেলে একই সময়ে নাকি ছিলেন নারদ সংবাদ সংস্থার প্রাক্তন কর্তা ম্যাথু স্যামুয়েল। সেখানে এমনও দাবি করা হয়েছে, যে তাঁদের সূত্রের খবর অনুযায়ী মুকুল বাবুর সঙ্গে ম্যাথু স্যামুয়েলের সাক্ষাৎ হয়। যদিও ওই একই খবরে ওই ওয়েব পোর্টালটি দাবি করেছে এই মুকুল রায় এবং ম্যাথু স্যামুয়েল – দুজনেই নাকি এই সাক্ষাৎকারের কথা অস্বীকার করেছেন। ম্যাথু দাবি করেছেন তিনি নাকি জানেনই না যে মুকুল রায় সেখানে আছেন, তিনি তাঁর সংবাদপত্রের কাজে বাংলা থেকে বামফ্রন্ট কিভাবে মুছে গেল সেই সম্পর্কে খোঁজ খবর করতে এসেছেন। অন্যদিকে মুকুলবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাকি প্রাথমিক ভাবে ম্যাথুকে চিনতেই পারেননি। পরে ম্যাথুর সঙ্গে তাঁর দেখা ও কথা হওয়ার কথা অস্বীকার করেন। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -