এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রুদ্রনীলও কি এবার বিজেপিতে? জন্মদিনে বাড়িতে গেরুয়া সেনার উপস্থিতি বাড়াচ্ছে জল্পনা

রুদ্রনীলও কি এবার বিজেপিতে? জন্মদিনে বাড়িতে গেরুয়া সেনার উপস্থিতি বাড়াচ্ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকালই গেছে টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষের জন্মদিন। আর জন্মদিনের সকালে রুদ্রনীল এবার পাকাপাকিভাবে রাজনীতিতে আসার কথা ঘোষণা করেছেন। তবে কোন দলে তিনি যোগ দেবেন তা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু সন্ধ্যে পেরোতেই রুদ্রনীলের সাথে দেখা গেল গেরুয়া শিবিরের অন্যতম কার্যকর্তাকে। আর তাই নিয়েই জল্পনা ক্রমশঃ ঊর্দ্ধমুখী। টালিগঞ্জের খ্যাতনামা অভিনেতা রুদ্রনীলের জন্মদিন উপলক্ষে উপহার পাঠিয়েছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রুদ্রনীল দীর্ঘদিন ধরেই তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে একসময় তৃণমূলের সঙ্গে তাঁর কোনো কারণে বিবাদ সৃষ্টি হয়। খুব স্বাভাবিকভাবেই রুদ্র এমন কিছু কথা বলে প্রকাশ্যে যা রাজ্যের শাসক দল তৃণমূলের জন্য অত্যন্ত অস্বস্তিজনক হয়ে দাঁড়ায়। যথারীতি রুদ্রর সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ে। আর এই দূরত্বকেই হাতিয়ার করে নিয়ে গেরুয়া শিবিরের যুবদলের সহ-সম্পাদক শঙ্কুদেব পান্ডা হাজির হলেন রুদ্রনীল ঘোষের বাড়িতে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। সূত্রের খবর, দীর্ঘক্ষণ শঙ্কুদেব এবং রুদ্রনীলের মধ্যে কথোপকথন চলে।

জানা গিয়েছে, ওই বৈঠকেই শঙ্কুদেব পান্ডা রুদ্রনীলকে বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছে। রুদ্র অবশ্য সেই প্রস্তাবে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে। একথা রুদ্রনীল নিজেই স্বীকার করেছেন। রুদ্রনীল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শঙ্কুদেব তাঁর দীর্ঘদিনের পরিচিত। জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে এসেছিলেন। তবে কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গটি উঠলে রুদ্রনীল জানান, যেকোনো দলের যে কোন নেতার সঙ্গে আলোচনা করতে তাঁর কোন আপত্তি নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তিনি তাঁর রাজনৈতিক চিন্তা ভাবনা কি হতে চলেছে তা জানাবেন আগামী ফেব্রুয়ারি মাসে। অন্যদিকে শঙ্কুদেব পান্ডার সঙ্গে সংবাদমাধ্যম যোগাযোগ করলে তিনি জানান, রুদ্রনীল ঘোষের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের পরিচয়। জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনি রুদ্রনীলের বাড়ি গিয়েছিলেন। অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয়র রুদ্রনীলের সাক্ষাতের প্রসঙ্গটি উঠতেই শঙ্কুদেব পণ্ডা পাল্টা জানান, যা জানানোর রুদ্রনীল জানাবেন এ ব্যাপারে। তবে আগামী দিনে রুদ্রনীল বিজেপিতে যোগদান করবেন কিনা সে ব্যাপারে শঙ্কু পান্ডা স্পষ্ট কিছু না বললেও জানিয়ে দেন, সময় আসলেই সব জানা যাবে।

রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন অভিনেতা রুদ্রনীল ঘোষের গেরুয়া শিবিরে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপাতত বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে সাক্ষাত,আর তারপর রুদ্রনীল ঘোষের পাকাপাকিভাবে গেরুয়া শিবিরে ঢোকার ঘোষণা। বিধানসভা নির্বাচন হতে এখনও বেশ কিছুদিন দেরি। কিন্তু তার আগেই কার্যত বাংলার রাজনীতিতে দেখা যাচ্ছে একের পর এক চমক। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল থেকে এমন সব নেতা, বিধায়ক, সাংসদ বেরিয়ে গেরুয়া শিবিরে গেছেন, যাদেরকে কোনদিনও তৃণমূল ছাড়া ভাবাই যায়নি। কার্যত তৃণমূলের সঙ্গে রুদ্রনীলের দূরত্ব তাঁর গেরুয়া শিবিরে যাওয়ার দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!