এখন পড়ছেন
হোম > অন্যান্য > সাধারণ মানুষের মসিহ হয়ে ওঠা সোনু সুদের নামে অভিযোগ পুলিশে? জানুন বিস্তারিত

সাধারণ মানুষের মসিহ হয়ে ওঠা সোনু সুদের নামে অভিযোগ পুলিশে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউনের সময় আপামোর দুঃখী মানুষদের মসীহ হয়ে উঠেছিলেন জনপ্রিয় বলিউড অভিনেতা সোনু সুদ। নিজের কাজ দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। রিল লাইফে ভিলেন হলেও রিয়াল লাইফে যে একজন সমাজসেবক থেকে শুরু করে একজন অসাধারণ মনের পরিচায়ক, গোটা লকডাউনের সময়টায় তাঁর নানা কাজে প্রমাণ পেয়েছে দেশবাসী।

নিজের এই মসিহ হয়ে ওঠা নিয়ে সম্প্রতি ‘আমি কোনও মশীহ নই’ শীর্ষক একটি বইও প্রকাশ করেছেন তিনি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সোনু সুদ জানিয়েছিলেন যে পুরষ্কার পাবেন এই কথা ভেবে তিনি কখনই মানুষকে সাহায্য করা শুরু করেননি। তাঁর কথায়, তাঁর বাবা-মা তাঁকে সবসময় দরিদ্রদের সাহায্য করার জন্য শিখিয়েছিলেন এবং তিনি কেবল সেটাই করেছেন।

সেইসঙ্গে অন্যকেও একই কাজ করার জন্য তিনি অনুরোধ করেছিলেন। সেইসঙ্গে লকডাউন চলাকালীন মানুষকে সাহায্য করার জন্য তিনি সম্প্রতি ‘পার্সোনালিটি অফ দ্য ইয়ার’ পুরষ্কারও পেয়েছেন। সর্বোপরি নিজের কাজের মধ্যে দিয়েই সকলের সামনে তিনি আইডল হয়ে উঠেছিলেন। তবে এবার সেই তাঁর নামেই পুলিশে অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তথ্য সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই জুহুর ছয়তলা আবাসিক ভবনকে তিনি হোটেলে রূপান্তরিত করেছেন বলে অভিযোগ উঠেছে। বিএমসির এই অভিযোগকে যদিও অভিনেতা অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে। সেখানে অভিনেতা দাবি করেছেন যে, তাঁর কাছে এই কাজের প্রয়োজনীয় অনুমতি ছিল এবং তিনি কেবল মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চল পরিচালনা কর্তৃপক্ষ বা এমসিজেডএমএ এর ছাড়পত্রের অপেক্ষা করছিলেন।

অন্যদিকে, বিএমসির জুহু পুলিশকে করা অভিযোগে বলা হয়েছে যে, সোনু সুদ জমির ব্যবহার শুরু করেছেন বা অগ্রাধিকার গ্রহণ করেছেন বা জমির ব্যবহার সম্পর্কিত পরিবর্তন করেছেন। সেক্ষেত্রে অনুমোদিত পরিকল্পনার বাইরে অননুমোদিত সংযোজন বা পরিবর্তন এবং ব্যবহারকারীর অননুমোদিত পরিবর্তন যোগ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রযুক্তিগত অনুমোদন না নিয়েই আবাসিক বাসভবনকে হোটেলে পরিবর্তন করেছেন।

সেখানে জানা গেছে, গত বছরের অক্টোবরে বিএমসির নোটিশ পাঠানো হলেও অভিনেতা সেই নোটিশটি মানেননি এবং অননুমোদিত উন্নয়ন চালিয়ে যাচ্ছিলেন। যদিও অভিনেতার তরফে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলা হয়েছে যে বোম্বে হাই কোর্টের অর্ডার অমান্য করেননি তিনি। তবে পুলিশের তরফে জানানো হয়েছে যে আপাতত তাঁরা প্রাথমিক তদন্ত শুরু করেছেন। পরে প্রয়োজন বুঝে এফআইআর করা হতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!