বাংলা ‘দখলের’ জন্য ‘গৃহশিক্ষক’ রেখে প্রস্তুতি সারছেন অমিত শাহ জাতীয় বিশেষ খবর রাজ্য November 21, 2017 আপাতত তিনি প্রবলভাবে ব্যস্ত নিজের রাজ্য গুজরাটে ক্ষমতা ধরে রাখতে। গুজরাট নির্বাচন কার্যত তাঁর কাছে প্রেস্টিজের লড়াই। কিন্তু গুজরাট নির্বাচন শেষ হয়ে গেলেই অমিত শাহের সামনে ‘মিশন বাংলা’ আর ‘মিশন ত্রিপুরা’ প্রাধান্য পাবে বলে দলীয় সূত্রে খবর। আগামী বছর ত্রিপুরাতে বিধানসভা আর বাংলায় পঞ্চায়েত নির্বাচন আর তার পরের বছর অর্থাৎ ২০১৯ এ লোকসভা নির্বাচন আর এই নির্বাচন গুলিতে বিজেপির অধরা স্বপ্ন সফল করতে মরিয়া বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর সেই কাজে নাকি জানপ্রাণ সঁপে দিয়েছেন তিনি। বাংলা আর ত্রিপুরায় ভালো ফল করতে গেলে প্রতিটা কোনায় পৌঁছে যেতে হবে আর সাধারণ মানুষের সাথে কথা বলে তাঁদের দুঃখ-কষ্টের দিকটা বুঝতে হবে। আর সেটা যদি তিনি নিজে পারেন, ফল ভালো হতে বাধ্য বলে তাঁর দৃঢ় বিশ্বাস। আর তাই গুজরাট নির্বাচনের ব্যস্ততার মাঝেই রীতিমত বাংলা শিক্ষার তালিম নিচ্ছেন তিনি বলে খবর। সবথেকে বড় কথা, জানা গিয়েছে, গত একবছরের চেষ্টায় বাংলা ভাষার ওপর বেশ কিছুটা দখলও এনে ফেলেছেন তিনি। রীতিমতো পেশাদার শিক্ষক রেখে বাংলা ভাষা শিখছেন তিনি বলে খবর। এখন দেখার তাঁর এই বাংলা শিক্ষা তাঁর দলকে বাংলা দখলে কতটা সাহায্য করে। আপনার মতামত জানান -