এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কোন অঙ্কে মহেশতলায় তৃণমূলের বাজিমাত? কি বলছেন গেরুয়া সমর্থকেরা?

কোন অঙ্কে মহেশতলায় তৃণমূলের বাজিমাত? কি বলছেন গেরুয়া সমর্থকেরা?


সদ্যসমাপ্ত মহেশতলা নির্বাচনকে ঘিরে গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ কাঁটাছেঁড়াতে সংখ্যালঘু ভোটের মেরুকরণকেই দায়ী করছে গেরুয়া শিবিরের সমর্থকেরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া এক পোস্টে মহেশতলা উপনির্বাচনের যে চুলচেরা হিসেব দেওয়া আছে (এবং তা বিভিন্ন গ্রূপে ইতিমধ্যেই ভাইরাল) তা এইরকম –

মহেশতলা বিধানসভা উপনির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার
এর মধ্যে সাধারণ ভোটার – আনুমানিক ১ লক্ষ ৫ হাজার
এবং সংখ্যালঘু ভোটার – আনুমানিক ৭০ হাজার

এবার রাজনৈতিকদল গুলির প্রাপ্ত ভোট দেখে নেওয়া যাক –
বিজয়ী – তৃণমূল পেয়েছে প্রায় ১ লক্ষ ২ হাজার
দ্বিতীয় – বিজেপি পেয়েছে প্রায় ৪২ হাজার
তৃতীয় – কংগ্রেস সমর্থিত বামেরা পেয়েছে প্রায় ৩১ হাজার

অন্যদিকে, বুথভিত্তিক হিসাব করলে সংখ্যালঘু ভোটের আনুমানিক হিসাব দাঁড়াচ্ছে –
তৃণমূলের ঝুলিতে গেছে প্রায় ৬৫ হাজার
বামেদের ঝুলিতে গেছে প্রায় ৫ হাজার
আর বিজেপির ঝুলিতে গেছে যৎসামান্য

অর্থাৎ সংখ্যালঘু ভোটের হিসাব সরিয়ে রাখলে তিনদলের প্রাপ্ত ভোট –
বিজেপি – ৪২ হাজার
তৃণমূল – ৩৭ হাজার
বাম – ২৬ হাজার

অর্থাৎ সংখ্যালঘু ভোটের ৯০% একত্রিত করেই তৃণমূল কংগ্রেস বাজিমাত করেছে মহেশতলায়। আর মিশ্র জনবসতির বাংলায় আগামীদিনে এইটাই সবথেকে বড় মাথাব্যথা হতে চলেছে গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!