এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > পুরভোটের ফলাফলের মাঝেই অশান্তি তৃণমূল ও কংগ্রেসের মধ্যে, তীব্র উত্তেজনা

পুরভোটের ফলাফলের মাঝেই অশান্তি তৃণমূল ও কংগ্রেসের মধ্যে, তীব্র উত্তেজনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা পুরভোটের ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করেছে সকাল থেকে। প্রত্যাশামতোই দেখা যাচ্ছে তৃণমূলের জয় জয়কার বহুলাংশে। 144 টি ওয়ার্ডের 950 জন প্রার্থী ভাগ্য পরীক্ষা আজ। সকাল থেকেই পুরোদমে গণনার কাজ শুরু হয়ে গিয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, হেস্টিংস হাউস, গীতাঞ্জলি স্টেডিয়াম, বড়িশা বিবেকানন্দ কলেজ সহ মোট 11 টি কেন্দ্রে গণনার কাজ শুরু হয়েছে।

গণনা কেন্দ্রগুলি ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘেরা রয়েছে। ইতিমধ্যে 86 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সৌরভ বসু যিনি চন্দ্র বসুর পুত্র বলে পরিচিত তিনি জয়ী হয়েছেন। উল্লেখ্য, 96 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী তথা ক্ষিতি গোস্বামীর কন্যা পাঁচ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন। গেরুয়া শিবিরের জয়ের খবরও সামনে আসছে। কংগ্রেসও এবারের ভোটে জয়লাভ করেছে। কিন্তু তার মধ্যেই অশান্তি শুরু। সূত্রের খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে পুলিশি তৎপরতার ফলে ঝামেলা আপাতত বন্ধ। তবে উত্তেজনা এখনো রয়েছে। তৃণমূল নেতা শক্তি প্রতাপ সিং অভিযোগ করেছেন, কংগ্রেসের লোকজনেরা তৃণমূল কর্মীদের মারধর করেছে এবং বোমাবাজি করেছে। অন্যদিকে কংগ্রেসেরও একই অভিযোগ তৃণমূলের প্রতি। খুব স্বাভাবিকভাবেই দোষারোপ-পাল্টা দোষারোপের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পারদ চড়ছে। আপাতত সমস্ত ওয়ার্ডের ফলাফল ঘোষণার দিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের। আর তারপর বাংলার রাজনীতি নতুন কোন অভিমুখে এগোয় সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!